ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গুলিস্তানে বোমাতঙ্ক

গ্রেনেড সদৃশ্য বালুভর্তি বোতল উদ্ধার

প্রকাশিত: ০০:২২, ২৬ জুলাই ২০২০

গ্রেনেড সদৃশ্য বালুভর্তি বোতল উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু স্কয়ারে বোমা সদৃশ্য বস্তু পাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল পুরো এলাকায়। পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে গ্রেনেড সদৃশ্য, যার মধ্যে বালি ঢুকিয়ে তার পেঁচিয়ে রাখা অবস্থায় পানির বোতল উদ্ধার করে। আতঙ্ক ছড়ানোর জন্য কেউ এ কাজ করেছে বলে মনে করছেন পুলিশের সংশ্লিষ্টরা। শনিবার রাতে প্রথম বোমা সদৃশ্য বস্তু দেখে পুরো জায়গাটি ঘিরে রাখা হয়। পরবর্তীতে ডিবি পুলিশের বোম্ব ডিসপোজাল টিম এসে পরীক্ষা-নিরীক্ষা করার পর এটি বালু ভর্তি বোতল বলে জানায়। ডিএমপির মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার প্রকৌশলী মোঃ ওয়ালিদ হোসেন জনকণ্ঠকে জানান, বোমা সদৃশ্য বস্তুটি দেখে স্থানীয়া পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে বোম্ব ডিসপোজাল টিম সেখানে যায়। বোম্ব ডিসপোজাল টিমের বরাতে তিনি আরও বলেন, এটি একটি ভুয়া গ্রেনেড। যা আসলে গ্রেনেড নয়। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, বঙ্গবন্ধু মোড়ালের পূর্ব পাশে পুলিশ বক্সের কাছে বোমা সদৃশ্য বস্তুটি পাওয়া গিয়েছিল। এর আগেও এখানে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তাই আতঙ্ক ছড়িয়েছিল।
×