ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাস্ক চুরি

বিমানের ২ কর্মচারী চাকরিচ্যুত

প্রকাশিত: ০০:১৯, ২৬ জুলাই ২০২০

বিমানের ২ কর্মচারী চাকরিচ্যুত

জনকণ্ঠ ডেস্ক ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনা দূতাবাসের ১৩০ কার্টন এন-৯৫ মাস্ক চুরির ঘটনায় নড়েচড়ে বসেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মচারীর সংশ্লিষ্টতা পাওয়ায় বেবিচকের তদন্ত কমিটির সুপারিশে ইতোমধ্যে তাদের চাকরিচ্যুতও করা হয়েছে। খবর বাংলানিউজের। সূত্র বলছে, গত জুন মাসের মাঝামাঝি সময়ে বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গুদাম থেকে এসব মাস্ক চুরি হলেও এতদিন ধামাচাপা দিয়ে রাখে বিমান। শনিবার ঘটনাটি ফাঁস হওয়ার পর তোলপাড় সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোভিড-১৯ পরিস্থিতিতে বাংলাদেশকে উপহার দিতে চীনা দূতাবাসের ১৩০ কার্টন এন-৯৫ মাস্ক আমদানি করে তমা কনস্ট্রাকশন নামে একটি কোম্পানি। গত ৬ জুন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে এসব মাস্ক। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের মাধ্যমে আনা এসব মাস্কের ওজন ছিল এক হাজার ৬০৫ কেজি। পরে ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং এজেন্ট কর্মীরা সেখানে দেখতে পান ১৩০ কার্টনের মধ্যে ২০ কার্টন ছেঁড়া ও ফাটা। এজন্য তারা পণ্য গ্রহণ না করে তা দূতাবাসকে জানায়। বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে অবহিত করা হলে গত ২২ জুন তদন্ত কমিটি গঠন করা হয়। বেবিচকের তদন্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী, ফরওয়ার্ডিং এজেন্টসহ বিভিন্ন জনের সংশ্লিষ্টতা বেরিয়ে আসে। বিষয়টি স্বীকার করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোকাব্বির হোসেন বলেন, ঘটনাটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তদন্ত করেছে। তমা কনস্ট্রাকশনের আমদানি করা মাস্ক চুরির ঘটনায় বেবিচকের তদন্ত কমিটি অনেকের সংশ্লিষ্টতা পেয়েছে। বিমানের দুই কর্মচারীর সংশ্লিষ্টতা পাওয়ায় তখনই আমরা তাদের শাস্তি দিয়েছি। তাদের চাকরিচ্যুত করা হয়েছে।
×