ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রশংসার জবাবে করিম বেনজেমার বিদ্রূপ

প্রকাশিত: ০০:১৯, ২৬ জুলাই ২০২০

প্রশংসার জবাবে করিম বেনজেমার বিদ্রূপ

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) প্রেসিডেন্ট নুয়েল লু ঘায়েতের প্রশংসার জবাবে বিরূপ মন্তব্য করেছেন দেশটির তারকা ফুটবলার করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ মৌসুম কাটানো এই ফরাসী ফরোয়ার্ড দেশের ফুটবল প্রধানের করা ভূয়সী প্রশংসা হেসে উড়িয়ে দিয়েছেন। রিয়াল মাদ্রিদের এবারের লা লিগা জয়ে ২১ গোল করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বেনজেমা। চলতি মৌসুমে দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলে এখন পর্যন্ত ৪৭ ম্যাচে ২৬ গোল করেছেন তিনি। সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি। ফ্রান্সের হয়ে বেনজেমা সর্বশেষ খেলেছিলেন ২০১৫ সালের অক্টোবরে। আর্মেনিয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানে জয় পাওয়া সেই ম্যাচে জোড়া গোলের পাশাপাশি একটি গোলে সহায়তা করেছিলেন তিনি। এর কিছুদিন পরই বেনজেমার বিরুদ্ধে জাতীয় দলের সতীর্থ মাথিউ ভালবুয়েনাকে ‘সেক্স টেপ’ দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগ ওঠে। ফলে ওই বছরের ডিসেম্বরে ফ্রান্স দল থেকে তাকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়। এই মৌসুমের শুরুর দিকে লু ঘায়েত বলেছিলেন, বেনজেমার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ। তবে সম্প্রতি দেশের টিভি চ্যানেল আরএমসি স্পোর্টকে দেয়া সাক্ষাতকারে বেনজেমার ভূয়সী প্রশংসা করেন তিনি। বেনজেমা তার ক্যারিয়ারের সবচেয়ে ভাল মৌসুম পার করেছে। রিয়াল মাদ্রিদের হয়ে সে অসাধারণ খেলেছে। বর্তমানে সে সেরাদের একজন। টুইটারে তার কথার জবাবে তিনটি হাসি দিয়ে বেনজেমা লিখেছেন, ‘আমার হাসি পাচ্ছে। জাতীয় দলের হয়ে ৮১ ম্যাচে ২৭ গোল করা বেনজেমাকে ছাড়াই অবশ্য সাম্প্রতিক সময়ে দারুণ সাফল্য পেয়েছে ফ্রান্স। দিদিয়ের দেশমের কোচিংয়ে ২০১৮ বিশ্বকাপ জিতেছে দেশটি।
×