ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এবার বাংলায় সম্প্রচারিত হবে হজের খুতবা

প্রকাশিত: ০০:১৫, ২৬ জুলাই ২০২০

এবার বাংলায় সম্প্রচারিত হবে হজের খুতবা

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসের মহামারীর কারণে এ বছর হজে অংশগ্রহণের সুযোগ সীমিত রাখা হলেও দুটি প্ল্যাটফর্মে এর অন্যতম মূল আনুষ্ঠানিকতা সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আরাফাত ময়দানে সমবেত মুসলমানদের উদ্দেশে দেয়া খুতবা সম্প্রচারের সময় বাংলাসহ মোট দশটি ভাষায় তা অনুবাদ করা হবে বলে জানিয়েছেন দেশটির দুই পবিত্র মসজিদের জেনারেল এ্যাফেয়ার্সের চেয়ারম্যান ড. আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইস। খবর গালফ নিউজের। প্রতিবছর ৯ জিলহজ আরাফাতের ময়দানে হজের খুতবা অনুষ্ঠিত হয়। পাঁচ দিনের হজ আনুষ্ঠানিকতা শুরুর দ্বিতীয় দিনে পবিত্র ওই ময়দানে আরবী ভাষায় এই খুতবা দিয়ে থাকেন সৌদি সরকারের নির্বাচিত একজন প্রতিনিধি। গত বছর সরাসরি সম্প্রচারের সময় ওই খুতবা পাঁচটি ভাষায় অনুবাদ করে প্রচার করা হয়। ড. আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইস জানিয়েছেন, এই বছর আরবী ছাড়াও হজের খুতবা ইংরেজী, মালয়, উর্দু, ফার্সি, ফ্রেঞ্চ, মান্দারিন, তুর্কী, রুশ, হাওসাবী এবং বাংলা ভাষায় অনুবাদ করে সম্প্রচার করা হবে।
×