ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেলিভিশন কাহিনী চিত্র ‘বাবারা সব পারে’

প্রকাশিত: ০০:০১, ২৬ জুলাই ২০২০

টেলিভিশন কাহিনী চিত্র ‘বাবারা সব পারে’

সংস্কৃতি ডেস্ক ॥ টেলিভিশন কাহিনী চিত্র ‘বাবারা সব পারে’। পাপ্পু রাজের রচনায় কাহিনী চিত্রটি পরিচালনা করেছেন এসএম কামরুজ্জামান সাগর। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, শানেরাই দেবী শানু, স্বপ্নীল সাজ্জাদসহ অনেকে। শহীদুজ্জামান সেলিম বলেন, আমি বরাবরই আমার কাজের ক্ষেত্রে গল্পকে প্রাধান্য দিয়ে থাকি। আর এই গল্পটি এক কথায় আমার কাছে চমৎকার লেগেছে। শতাব্দী ওয়াদুদ বলেন, সুন্দর গল্পের কাজ। কাজটি নিঃসন্দেহে প্রংশার দাবি রাখে। গোলাম ফরিদা ছন্দা বলেন, এটি নির্মাতার সঙ্গে আমার প্রথম কাজ। গল্প এবং নির্মাণ ভাল। আশা করছি, সবার ভাল লাগবে। শানেরাই দেবী শানু বলেন, গোছানো ইউনিটে কাজ করেছি। অনেক ভাল লেগেছে। নাট্যনির্মাতা সাগর জানান, পৃথিবীর প্রতিটি সন্তানের জীবনে বাবার অবদান অপরিসীম। কখনও কখনও একজন বাবা তার সন্তানের জন্য এমন কিছু ত্যাগ স্বীকার করতে প্রস্তত হয়, যা একমাত্র বাবার পক্ষেই সম্ভব। নাটকটির চিত্রনাট্য লিখেছেন পাপ্পু রাজ। উল্লেখ্য, আসছে ঈদ-উল-আজহার অনুষ্ঠানমালায় টেলিভিশন কাহিনীচিত্রটি মাছরাঙ্গা টেলিভিশনে প্রচারিত হবে ।
×