ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দেশে ফিরলেন আট শতাধিক বাংলাদেশী

প্রকাশিত: ২৩:৪৪, ২৬ জুলাই ২০২০

দেশে ফিরলেন আট শতাধিক বাংলাদেশী

জনকণ্ঠ ডেস্ক ॥ কোভিড-১৯ সঙ্কটের মধ্যে বিমানের দুটি বিশেষ ফ্লাইটে কাতারের দোহা এবং সৌদি আরবের জেদ্দা থেকে দেশে ফিরেছেন ৮১২ জন বাংলাদেশী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, দোহা থেকে ৩৯৮ জন বাংলাদেশীকে নিয়ে একটি ফ্লাইট শনিবার সকাল সোয়া ৬টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। খবর বিডিনিউজের। আর জেদ্দা থেকে ৪১৪ জন বাংলাদেশীকে নিয়ে বিমানের অন্য ফ্লাইটটি সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকায় নামে। করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বে বিমান যোগাযোগ সীমিত হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করায় অনেকে ভিন্ন দেশে আটকা পড়েন। বাংলাদেশ থেকে ১৭টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে এখন কেবল লন্ডন, দুবাই, আবুধাবি ও চীনে সরাসরি ফ্লাইট চলাচল করছে।
×