ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুর্নীতি দুঃশাসন ও বেকারত্ব মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলব ॥ জি এম কাদের

প্রকাশিত: ২৩:৪২, ২৬ জুলাই ২০২০

দুর্নীতি দুঃশাসন ও বেকারত্ব মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলব ॥ জি এম কাদের

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, সাবেক রাষ্ট্রপতি ও জাপার প্রতিষ্ঠাতা প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আজীবন প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেছেন। শনিবার রাজধানীর চকবাজার এলাকার ইসলামবাগ ঈদগাহ মাঠে এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, পল্লীবন্ধু উপজেলা পরিষদ প্রতিষ্ঠা করে নির্বাচিত প্রতিনিধিদের অধীনে প্রথম শ্রেণীর কর্মকর্তাদের নিয়োগ দিয়ে গণমানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটিয়েছিলেন। বলেন, আমরা পল্লীবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দুর্নীতি, দুঃশাসন ও বেকারত্ব মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলব। সামাজিক ন্যায়বিচার ও সকল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠাই জাতীয় পার্টির লক্ষ্য। তিনি বলেন, জাতীয় পার্টি শুরু থেকেই মাটি মানুষের দল। সব সময় সুখে দুঃখে সবার পাশে থাকার চেষ্টা করে। এখনই মানুষের ভাল মন্দে পাশে থেকে টিকে আছে। তিনি বলেন, জাপার মূল শক্তি মানুষের ভালবাসা। আমরা সবার ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। আশাকরি সামনের দিনগুলোতে জাপা আরও আলোকিত হবে। সারাদেশে সংগঠন অনেক বেশি শক্তিশালী হবে। সবাই আমাদের সঙ্গে রাজনৈতিক মিত্র হওয়ার চেষ্টা অব্যাহত রাখবে। জাপা কখনও জনস্বার্থের বিরুদ্ধে অবস্থান নেয় না এ কথা উল্লেখ করে এরশাদের এই ছোট ভাই জিএম কাদের বলেন, আমরা মানুষের স্বার্থে দেশের স্বার্থের কথা আগে মাথায় রেখে রাজনৈতিক সিদ্ধান্ত নেই। অতীতেও তাই ভবিষ্যতেও করব। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সবাই মানুষের পাশে থাকবেন। সবার পাশে থাকাই হলো রাজনীতির অন্যতম ইতিবাচক দিন। গত ১৪ জুলাই ছিল জাপার প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার হাতে গড়া দল জাতীয় পার্টি, এরশাদ ট্রাস্ট ও স্ত্রী রওশনের পক্ষ থেকে তিনভাগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত বছর এই দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। করোনার কারণে প্রথম মৃত্যুবার্ষিকীতে সারাদেশে কিছু কর্মসূচী নেয়া হলেও তা পুরোপুরি বাস্তবায়ন করা যায়নি। জাতীয় যুব সংহতি নেতা রফিকুল আলম প্রধান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃৃতা করেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন মিলন, আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যান এর উপদেষ্টা- মনিরুল ইসলাম মিলন, যুগ্ম- মহাসচিব ফকরুল আহসান শাহজাদা, প্রচার সম্পাদক- মাসুদুর রহমান মাসুম, তথ্য ও গবেষণা সম্পাদক- জহিরুল ইসলাম মিন্টু, যুগ্ম-দফতর সম্পাদক-মাহমুদ আলম, যুব সংহতি মহানগর দক্ষিণ এর আহ্বায়ক- গাজী এম এ সালাম, যুবনেতা- দেলোয়ার হোসেন রিপন, আব্দুল খালেক, ফরহাদ হোসেন, সোহান প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম বাবুল। দুস্থদের মিলনের ঈদ উপহার ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। শনিবার পুরান ঢাকার আমলিগোলা, হরমোহনশীল স্ট্রিট রোড, গঙ্গারাম বাজার, বালুর মাঠ এলাকায় কয়েক শ’ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, সেমাই, চিনি, তেল, পেঁয়াজ ও দুধ। জাপার পক্ষে দক্ষিণ সিটি কর্পোরেশনে অংশ নেয়া এই মেয়র প্রার্থী গত ২০ জুলাই থেকে ঈদ সামগ্রী বিতরণ করছেন। ঈদ সামগ্রী বিতরণকালে তিনি বিত্তবানদের সাধারণ মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় তার সঙ্গে জাপা নেতা কামাল হোসেন, সাখাওয়াত হোসেন মকবুল, শাহাদাত হোসেন সায়েম, সোহাগ রহমান উপস্থিত ছিলেন।
×