ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোরবানির চামড়া সংরক্ষণে তদারকি টিম গঠন করা হচ্ছে

প্রকাশিত: ২৩:৪১, ২৬ জুলাই ২০২০

কোরবানির চামড়া সংরক্ষণে তদারকি টিম গঠন করা হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ কোরবানির কাঁচা চামড়া সরকার নির্ধারিত মূল্যে কেনাবেচা ও সংরক্ষণে একটি কমপ্রিহেন্সিভ তদারকি টিম গঠনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আজ রবিবার কাঁচা চামড়ার দাম নির্ধারণসহ ওয়েট ব্লু চামড়া রফতানির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। এছাড়া পরিকল্পনা বাস্তবায়নের জন্য বাণিজ্য মন্ত্রণালয় কেন্দ্রীয় যৌথ সমন্বয় কমিটি, কেন্দ্রীয় সমন্বয় ও মনিটরিং কমিটি, কন্ট্রোল রুম, ঢাকা ও নাটোর জেলার জন্য বিশেষ মনিটরিং টিম, বিভাগীয় জেলার জন্য বাণিজ্য মন্ত্রণালয়াধীন দফতর কিংবা সংস্থার সমন্বয়ে মনিটরিং টিম এবং সকল জেলা পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তার সমন্বয়ে মনিটরিং টিম কাজ করবে। এর ফলে জাতীয় সম্পদ কোরবানি চামড়া সঠিক ব্যবস্থাপনায় ন্যায্য দামে বেচাকেনা হবে বলে আশা করছে সরকার। শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুবিভাগ প্রধানগণ, বাণিজ্য মন্ত্রণালয়াধীন বিভিন্ন দফতর ও সংস্থার প্রধানগণ এবং রফতানি অনু বিভাগের সকল কর্মকর্তার উপস্থিতিতে চামড়া সংক্রান্ত একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন কর্মশালায় সভাপতিত্ব করেন। বৈঠকে টিমগুলোর রূপরেখা ও কর্মপরিধি চূড়ান্ত করা হয়েছে। উল্লেখিত সমন্বয় ও মনিটরিং কমিটিসমূহ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পবিত্র ঈদ-উল- আজহার দিন হতে কার্যক্রম পরিচালনা করবে। গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ কাঁচা চামড়ার গুণগতমান বজায় রাখা একান্ত প্রয়োজন বলে মনে করছে সরকার। এছাড়া সভায় এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশের সকল প্রচার মাধ্যমের সহযোগিতা কামনা করা হয়েছে। সভায় চামড়ায় লাগানোর জন্য ব্যবহৃত লবণের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণসহ সরবরাহ চেন স্বভাবিক রাখাতে সার্বক্ষণিক তদারকি করবে বাণিজ্য মন্ত্রণালয়। বিষয়গুলো কঠোরভাবে মনিটরিং- এর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে, কোরবানির কাঁচা চামড়া সংরক্ষণ ও দাম নির্ধারণে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে আজ রবিবার একটি জুম প্ল্যাটফর্ম বৈঠকের আয়োজন করা হয়েছে। এই সভায় চামড়া খাত সংশ্লিষ্ট ব্যবসায়ী ও মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। অন্যান্য বছরের মতো এবারও কোরবানির চামড়ার দাম নির্ধারণ করে দেবে সরকার। এর পাশাপাশি কাঁচা চামড়া রফতানির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। ট্যানারি মালিকরা বলছেন, করোনা পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনীতি কিছুটা চাপে রয়েছে। আর এ কারণে এবার ছয় থেকে এক মাসের জন্য কাঁচা চামড়া রফতানির অনুমতি দেয়া যেতে পারে।
×