ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বেচ্ছাসেবক দলের পদবঞ্চিতদের বিক্ষোভ

প্রকাশিত: ২৩:৩৭, ২৬ জুলাই ২০২০

স্বেচ্ছাসেবক দলের পদবঞ্চিতদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবক দলর পদবঞ্চিতরা। বিএনপি কাউন্সিলের মাধ্যমে সকল কমিটি করার ঘোষণা দিয়েও সম্প্রতি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিট কমিটি গঠন করায় এবং তাতে নিজেদের নাম না দেখে পদবঞ্চিতরা ক্ষুব্ধ হয়। এর প্রতিক্রিয়ায় শনিবার দুপুরে নয়াপল্টন কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন ও অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করে পদবঞ্চিতদের সম্পৃক্ত করে নতুন কমিটি গঠনের দাবিতে তারা বিএনপির মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে একটি স্মারকলিপি পেশ করে। স্বেচ্ছাসেবক দলের বিক্ষুব্ধ নেতাদের স্মারকলিপি হাতে পাওয়ার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাদের বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন এবং কর্মসূচী পালন না করে নিজ নিজ গন্তব্যে চলে যেতে বলেন। এ সময় বিক্ষুব্ধ স্বেচ্ছাসেবক দলের নেতারা রিজভীকে বলেন, আপনার ওপর আমাদের আস্থা আছে। তাই আমরা কর্মসূচী স্থগিত করে চলে যাচ্ছি। তবে আমাদের দাবি আদায় না হলে আবারও আসব। সেদিন কিন্তু আরও কঠোর কর্মসূচী পালন করা হবে। বেলা ১১টায় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের পদবঞ্চিত শতাধিক নেতাকর্মী নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে জড়ো হয়। এরপর সাড়ে ১১টার দিকে তারা বিক্ষোভ শুরু করে। তারা বিভিন্ন স্লোগান দিয়ে ঘোষিত কমিটি বাতিল করে পদবঞ্চিত নেতাদের সম্পৃক্ত করে নতুন কমিটি গঠনের দাবি জানাতে থাকে। এক পর্যায়ে তারা বিএনপি কার্যালয়ের তৃতীয় তলায় গিয়ে দলের দফতরের দায়িত্বে থাকা সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে স্মারকলিপি দেয়। বিএনপি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুবদল নেতা গিয়াস উদ্দিন মামুন বলেন, কয়েকজন পদবঞ্চিত স্বেচ্ছাসেবক দল নেতা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে দেখা করে তাদের অভিযোগ জানান। তারা অভিযোগ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন কমিটিতে ত্যাগী নেতাদের স্থান দেয়া হয়নি। রিজভী আহমেদের কাছে তারা একটি স্মারকলিপি দিলে তিনি বিক্ষুব্ধদের জানান সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ বিষয়ে তিনি পদক্ষেপ নেবেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পদবঞ্চিত সদ্য বিদায়ী কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম কিবরিয়া শিপু বলেন, আমরা ঢাকা মহানগর উত্তরের পদবঞ্চিত শতাধিক নেতাকর্মী নয়াপল্টন বিএনপি কার্যালয়ে উপস্থিত হয়ে বিক্ষোভ করেছি। পরে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে একটি স্মারকলিপি দিয়েছি। তিনি বলেন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন ও সাধারণ সম্পাদক রিয়াজ টাকা পয়সা খেয়ে অন্য দলের লোকদেরও কমিটিতে স্থান দিয়েছেন। কিন্তু সংগঠনের ত্যাগী নেতাদের স্থান দেয়নি। এসব বিষয়গুলো আমরা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে জানিয়েছি। তিনি ধৈর্য সহকারে আমাদের কথা শুনেছেন। তিনি আমাদের বলেছেন দলের শীর্ষ নেতৃত্বের কাছে এ স্মারকলিপি পৌঁছে দেবেন। তার আশ্বাসের প্রেক্ষিতে আমরা বিক্ষোভ কর্মসূচী আপাতত স্থগিত করেছি। আমাদের দাবি আদায় না হলে আবারও আন্দোলন শুরু করব।
×