ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ॥ চবি শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

প্রকাশিত: ২৩:১৩, ২৬ জুলাই ২০২০

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ॥ চবি শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করার অভিযোগে দুই বছর পর চবি শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে অবশেষে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। মামলাটি রেকর্ড হয়েছে গত বৃহস্পতিবার। এ শিক্ষক ছাত্রলীগ নেতা দিয়াজ ইফরান চৌধুরী হত্যা মামলায় আসামি হয়ে জেল খেটেছিলেন। শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা রেকর্ড হয়েছে বলে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভুঁইয়া। উল্লেখ করা যেতে পারে, দুই বছরের বেশি সময় আগে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল জার্নাল অব হিউম্যান সোশ্যার সায়েন্স ঃ সোসিওলজি এন্ড কালচার নামে একটি জার্নালে ‘রিলিজিয়াস পলিটিক্স এন্ড কমিউনাল হারমনি ইন বাংলাদেশ ঃ এ রিসেন্ট ইম্পাস’ শিরোনামে আনোয়ার হোসেন লিখিত একটি প্রবন্ধ প্রকাশিত হয়। এরপর ২০১৮ সালের ১৯ এপ্রিল শিক্ষক আনোয়ার হোসেন সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির আবেদনে প্রকাশিত প্রবন্ধটি সংযুক্ত করেন। বিতর্কিত এ প্রবন্ধ নিয়ে ওই সময় বিভিন্ন লেখা সংবাদ মাধ্যমে প্রকাশ হয়। প্রতিবেদনের সূত্র ধরে দায়েরকৃত মামলায় অভিযোগ করা হয়, প্রকাশিত প্রবন্ধে জাতির পিতার নামের আগে একবারও তিনি বঙ্গবন্ধু বা জাতির জনক শব্দটি ব্যবহার করেননি। শুধু শেখ মুজিবুর রহমান নামটি লিখেছেন। এছাড়া মহান মুক্তিযুদ্ধকে তিনি হিন্দু-মুসলিম দাঙ্গা বলে উল্লেখ করেছেন। এর আগে ২০১৬ সালের ২০ নবেম্বর রাতে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের নিজ বাসা থেকে চট্টগ্রামের কেন্দ্রীয় নেতা দিয়াজ ইফরান চৌধুরীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়। বিষয়টি পরিকল্পিত হত্যা উল্লেখ করে দিয়াজের মা তৎকালীন সহকারী প্রক্টর এ শিক্ষক আনোয়ার হোসেন এবং কয়েক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আদালতে মামলা করেন। এ ঘটনায় শিক্ষক আনোয়ার হোসেন আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।
×