ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংঘাত, নিষ্ঠুরতায় ৮ কোটি মানুষ গৃহহারা ॥ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২৩:০০, ২৬ জুলাই ২০২০

সংঘাত, নিষ্ঠুরতায় ৮ কোটি মানুষ গৃহহারা ॥ পররাষ্ট্রমন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ পৃথিবীতে সংঘাত, নির্যাতন ও নিষ্ঠুরতার অন্যতম কারণ ঘৃণা, বিদ্বেষ ও হিংসা। এ কারণে বিশ্বে প্রায় ৮ কোটি মানুষ গৃহহারা হয়ে দেশে দেশে উ™£ান্তের জীবন-যাপন করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সৌদি আরবে নজরুল একাডেমির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাংলানিউজের।
×