ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বুয়েটে ছাত্রদলের কমিটি ঘোষণা ॥ ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ

প্রকাশিত: ২২:৫৯, ২৬ জুলাই ২০২০

বুয়েটে ছাত্রদলের কমিটি ঘোষণা ॥ ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার পরেও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আংশিক (আহ্বায়ক) কমিটি গঠন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বিষয়টি নজরে আসলে শৃঙ্খলা পরিপন্থী কাজে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার চার শিক্ষা প্রতিষ্ঠানে আহ্বায়ক (আংশিক) কমিটি গঠন করে জাতীয়তাবাদী ছাত্রদল। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), ইডেন মহিলা কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ। বুয়েট শাখায় আহ্বায়ক আসিফ হোসেন রচি, যুগ্ম-আহ্বায়ক ফয়সাল নূর, সদস্য সচিব আলী আহমদ, সদস্য নওরোজ রহমান ইমন ও মুসাওয়ার আহমেদ শফিক।
×