ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য খাতে কাঠামোগত পরিবর্তন আনার দাবি ওয়ার্কার্স পার্টির

প্রকাশিত: ২২:৫৮, ২৬ জুলাই ২০২০

স্বাস্থ্য খাতে কাঠামোগত পরিবর্তন আনার দাবি ওয়ার্কার্স পার্টির

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্য খাতে দুর্নীতি, অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতা দূর করে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘সবার জন্য স্বাস্থ্য’ এই নীতি বাস্তবায়নে অবিলম্বে এ খাতে কাঠামোগত পরিবর্তন আনার দাবি জানিয়েছে ১৪ দলের অন্যতম শরিক মিত্র ওয়ার্কার্স পার্টি। শনিবার দলের কেন্দ্রীয় কমিটির সভা থেকে এ দাবি জানানো হয়। করোনাভাইরাসের হাত থেকে সুরক্ষা পেতে বিশ^ স্বাস্থ্য সংস্থা নির্দেশিত স্বাস্থ্যবিধি তথা নিয়মিত হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরিধানের জন্য জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ওই স্বাস্থ্যবিধি কঠোর অনুসরণে জনগণকে উদ্বুদ্ধ করার কর্মসূচী গ্রহণ করেছে দলটি। পার্টির কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত এক প্রস্তাবে বলা হয়, করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের সামগ্রিক আচরণে জনগণ হতাশ ও ক্ষুব্ধ। তারা এই দুর্যোগ মুহূর্তে কোনভাবেই স্বাস্থ্য ব্যবস্থার ওপর আস্থা রাখতে পারছেনা। জনগণকে তাই স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়ে করোনা সংক্রমণ প্রতিরোধে নিজেদের ও পরিপাশর্^জনের সুরক্ষার দায়িত্ব নিজেদেরই তুলে নিতে হবে। প্রস্তাবে বলা হয়, করোনা সংক্রমণ ও মৃত্যুর হার এখন প্রায় একই জায়গায় ওঠানামা করলেও দেশ ওই সংক্রমণের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে তা বলা যাবে না। বরং ঈদকে কেন্দ্র করে এর বিস্ফোরণ ঘটার সম্ভাবনাই বেশি।
×