ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারতে ঘণ্টায় ২০৫৫ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ২২:৫৮, ২৬ জুলাই ২০২০

ভারতে ঘণ্টায় ২০৫৫ জন করোনায় আক্রান্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতে প্রতি ঘণ্টায় দুই হাজার ৫৫ জন করোনায় আক্রান্ত হচ্ছেন। আর ভিয়েতনামে তিন মাস পর করোনাভাইরাসে স্থানীয় সংক্রমণের প্রথম ঘটনা শনাক্ত হয়েছে। আফ্রিকার দেশ জাম্বিয়ার ১৫ এমপি আক্রান্ত হয়েছেন। মহাদেশটির অপর দেশ দক্ষিণ আফ্রিকায় ফের স্কুল বন্ধ করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) এক জরিপে উঠে এসেছে যে, করোনায় আক্রান্ত তরুণরা দুই-তিন সপ্তাহ পরও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। কানাডায় মাস্ক পরা বাধ্যতামূলক করতে আইন করছে আলবার্টা প্রদেশ। লাতিন আমেরিকার হটস্পট হয়ে ওঠা ব্রাজিলে মৃত্যু ও সংক্রমণ বেড়েই চলেছে। এছাড়া অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার রাজ্যের প্রধান করোনা পরীক্ষার ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, করোনার নমুনা দিলে প্রত্যেককে তিন শ’ অস্ট্রেলিয়ান ডলার দেয়া হবে এবং নমুনা পরীক্ষার ফল হাতে পাওয়া পর্যন্ত মানুষকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। পরীক্ষায় পজিটিভি হলে এক হাজার পাঁচ শ অস্ট্রেলিয়ান ডলার পাবেন। খবর বিবিসি, সিএনএন, রয়টার্স, এএফপি, এনডিটিভি, গার্ডিয়ান ও ওয়ার্ল্ডোমিটার ডট ইনফোর। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের ওয়েবাসইটে বলা হয়েছে, বৈশ্বিক মহামারীতে এ পর্যন্ত বিশ্বের ২১৫ দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৬০ লাখ ৭৮ হাজার ৯১৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ছয় লাখ ৪৫ হাজার ২৪১ জন মারা গেছেন। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯৮ লাখ ২৬ হাজার ৪৬৭ জন। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৫ লাখ ৬৩ হাজার ৫৯১ জন। যাদের মধ্যে ৬৬ হাজার ২৬২ জনের অবস্থা আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৮৯ হাজার ২৮ জন। একদিনে সারাবিশ্বে মারা গেলেন ছয় হাজার ১৯৯ জন। ভারতে প্রতি ঘণ্টায় ২০৫৫ জন আক্রান্ত ॥ ভারতের করোনা পরিস্থিতি দিনে দিনে ভয়াবহ আকার ধারণ করছে। প্রত্যেক দিন দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৪৯ হাজার ৩২০ জন এবং মারা গেছেন ৭০৪ জন। পরিস্থিতির অবনতি ঘটতে থাকায় দেশটির বেশ কিছু রাজ্যে আবারও লকডাউন কার্যকরের পরিকল্পনা করছে। দেশটিতে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৩৯ হাজার ১৭৬ জনে পৌঁছেছে। মৃতের সংখ্যায় ফ্রান্সকে পেছনে ফেলে ষষ্ঠ স্থানে উঠে গেছে ভারত। এখন পর্যন্ত করোনায় প্রাণ গেছে ৩১ হাজার ৪২৫ জনের। ৩ মাস পর স্থানীয় সংক্রমণের প্রথম ঘটনা শনাক্ত ॥ ভিয়েতনামে এক শ’ দিন পর স্থানীয়ভাবে সংক্রমিত একজন কোভিড-১৯ রোগী পাওয়া গেছে বলে মনে করা হচ্ছে। এর পরপরই দেশটি ফের করোনার সংক্রমণ রোধে উচ্চ সতর্কাবস্থায় ফিরে গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জনপ্রিয় পর্যটন কেন্দ্র দানাংয়ের ৫৭ বছর বয়সী এক ব্যক্তির নমুনা তিনবার পরীক্ষা করে প্রত্যেকবারই করোনার উপস্থিতি পাওয়া গেছে। জাম্বিয়ার ১৫ এমপি আক্রান্ত ॥ আফ্রিকার দেশ জাম্বিয়ার ১৫ এমপি করোনা আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে পার্লামেন্টের আরও ১১ কর্মী এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন। জাম্বিয়ার স্বাস্থ্যমন্ত্রী চিতালু চিলুফিয়া সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এমপিদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের অবস্থা গুরুতর নয় বলে জানান মন্ত্রী। কয়েকদিন আগে জাম্বিয়ার এক এমপি করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর দেশটির পার্লামেন্ট অধিবেশন স্থগিত রাখা হয়েছিল। দ. আফ্রিকায় ফের স্কুল বন্ধ ॥ দক্ষিণ আফ্রিকায় ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে আবার স্কুল বন্ধের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ২৭ জুলাই থেকে চার সাপ্তাহের জন্য স্কুল বন্ধের ঘোষণাটি কার্যকর হবে এবং ২৪ অক্টোবর পুনরায় আবার স্কুল খুলবে। করোনা পরিস্থিতিতে মার্চ মাস থেকে লকডাউন শুরু হলে জুন মাসের ৮ তারিখ দেশের সব স্কুল খুলে দিয়েছিল সরকার। তরুণদের দুঃসংবাদ দিল সিডিসি ॥ করোনা আক্রান্তরা দীর্ঘমেয়াদী অসুস্থতায় পড়তে পারেন। এমনকি তরুণ ও প্রাপ্ত বয়স্কদের দীর্ঘস্থায়ী রোগ না থাকলেও কোভিড-১৯ এ আক্রান্ত হলে তারা এই অবস্থায় পড়তে পারেন। এমনই এক দুঃসংবাদের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। কানাডায় মাস্ক বাধ্যতামূলক ॥ কানাডার ক্যালগারির সব সরকারী ভবন ও পাবলিক ট্রানজিটে মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে। ক্যালগারির সিটি কাউন্সিল এ ব্যাপারে একটি নতুন আইন করতে যাচ্ছে। নতুন এ আইনে ক্যালগরির সব ভবন, বাস, ট্রেন, ট্যাক্সি, শপিংমল ও মুদি দোকানসহ নগরীর সব জায়গায় মাস্ক বাধ্যতামূলক করা হবে। এটি শুধু সরকারী প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্যই নয় বরং সব নাগরিকদের মাস্ক পরতে বাধ্য করার জন্যই আইন করতে যাচ্ছে সরকার। আইনটি আগস্টের ১ তারিখ থেকে কার্যকর হবে। ব্রাজিলে আরও ১১৭৮ মৃত্যু ॥ কোভিড-১৯ মহামারীতে বিপর্যস্ত ব্রাজিল। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। সব রেকর্ড ভেঙ্গে চুরমার করে দিয়ে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫৮ হাজার ২৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একদিনে মারা গেছে আরও এক হাজার ১৭৮ জন। মোট আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত ২৩ লাখ ৪৮ হাজার দুই শ’ জন। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ হাজার ৩৮৫ জন। পরীক্ষা করালে পুরস্কার ॥ অস্ট্রেলিয়ায় ফের করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। ভিক্টোরিয়া রাজ্যে কয়েকদিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যু বেড়ে চলেছে। রাজ্যটিতে নতুন করে ৪০৩ জন শনাক্ত হয়েছেন। আর তৃতীয় দিনের মতো পাঁচজনের প্রাণহানি ঘটেছে। রাজ্যের প্রধান ড্যানিয়েল এ্যান্ডারুস নতুন করে এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বেশি বেশি পরীক্ষার ওপর জোর দিয়েছেন। ভিক্টোরিয়ার বাসিন্দারা করোনা টেস্ট করালে তাদের দেয়া হবে ৩০০ অস্ট্রেলিয়ান ডলার।
×