ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বাস্থ্য খাতের দুর্নীতির দায় সরকারের একার নয় ॥ নতুন ডিজি

প্রকাশিত: ২২:৫৩, ২৬ জুলাই ২০২০

স্বাস্থ্য খাতের দুর্নীতির দায় সরকারের একার নয় ॥ নতুন ডিজি

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্য খাতের দুর্নীতির দায় সরকারের একার নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন, এ ধরনের দুর্নীতি রুখতে ব্যক্তিগতভাবে সবাইকে সৎ হতে হবে। আমরা যদি ব্যক্তিগতভাবে সৎ না হই তাহলে কোনভাবেই দুর্নীতি রোধ করা সম্ভব নয়। শনিবার সকালে ধানম-ি ৩২ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নতুন ডিজি হিসেবে দায়িত্ব নেয়ার পর তিনি শনিবার সাংবাদিকদের সঙ্গে প্রথম কথা বলেন। ডাঃ খুরশীদ আলম বলেন, দুর্নীতির কথা যদি বলেন, আমি বলব দুর্নীতির দায় আমাদের সবার। আমরা যদি শুধু সরকারের দিকে আঙ্গুল তুলি সেটা হবে সবচেয়ে বড় বোকামি। আমরা সবাই এই দুর্নীতির অংশ। স্বাস্থ্যে এখন যে অবস্থা এই মহামারীর ক্ষেত্রে যে সমস্যাগুলো ফেস করছি তা দূর করার চেষ্টা করব। সামনে এখন এটাই বড় চ্যালেঞ্জ বলে জানান নতুন মহাপরিচালক। স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্যসেবা বিভাগের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। গত ২৩ জুলাই এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আর বিদায়ী মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদের দেয়া পদত্যাগপত্র গ্রহণ করে বৃহস্পতিবার তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
×