ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেসি ইন্টার মিলানে!

প্রকাশিত: ২০:১৬, ২৫ জুলাই ২০২০

মেসি ইন্টার মিলানে!

স্পোর্টস রিপোর্টার ॥ অপেক্ষা কি ফুরোচ্ছে? আবারো কি একই লিগে একই শিরোপার লড়াইয়ে নামবেন ধরণীর দুই ফুটবল মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো? প্রশ্নগুলো তোলা থাকুক। তবে আশা তো আপনি করতেই পারেন। কিছু খবর ঠিক বিশ্বাস করতে ইচ্ছে করে না, তবে মন বলে এমনটাই ঘটুক ঠিক তাই। সমর্থকদের মনে জোরালো আশা জোগাচ্ছে ইতালিয়ান একটি গণমাধ্যম। তারা বলছে, আগামী মৌসুমেই ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের জার্সিতে দেখা যাবে বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসিকে। ইতালিয়ান রেডিওটি বলছে, আগস্টে ইতালির মিলান শহরে পাড়ি জমাবেন মেসির বাবা ও তার ব্যক্তিগত ম্যানেজার হোর্হে মেসি। সেখানে একটি বাড়িও নাকি কিনে ফেলেছেন তিনি। ইন্টার মিলানের সঙ্গে চুক্তি করতেই নাকি সেখানে পাড়ি জমাচ্ছেন হোর্হে। যদিও উল্টো কথা বলছে স্কাই স্পোর্টস ইতালিয়া। তারা বলছে, মোটা অংকের ট্যাক্সের হাত থেকে বাঁচতেই নাকি মিলানে পাড়ি জমাচ্ছেন মেসির বাবা। তবে গুঞ্জন একেবারে উড়িয়ে দেয়া যায় না। কারণ মেসির সঙ্গে বার্সেলোনা কর্তৃপক্ষ বেশ কয়েক দফায় চুক্তি নবায়ন করতে চাইলেও, চলতি মৌসুমে এখনো চুক্তিপত্রে স্বাক্ষর করেননি তিনি। মৌসুমের শুরু থেকেই তার ক্লাব বদলের গুঞ্জন শোনা যাচ্ছিলো। তার ওপর নতুন কোচ কিকে সেতিয়েনের সঙ্গে মেসির দূরত্বটাও বেশ পরিষ্কার হয়ে ফুটে উঠেছে। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে নিজেদের ডেরায় পেতে হাত বাড়িয়েছে ইউরোপের সেরা ধনী ক্লাবগুলো। এই তালিকায় ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজির সঙ্গে এবার যোগ হলো ইন্টার মিলানের নামও। তবে গুঞ্জন উড়িয়ে মেসি যদি শেষপর্যন্ত ইন্টার মিলানে পাড়ি জমান, তাহলে লা লিগার পর আবারো একই লিগে দেখা যাবে মেসি-রোনালদো দ্বৈরথ। সেই সম্ভাবনা যদিও খুব কম, তবু আশা করতে দোষ কি!
×