ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৪৭ কোচের হাতে সনদ তুলে দিল বাফুফে

প্রকাশিত: ১৯:৪৩, ২৫ জুলাই ২০২০

৪৭ কোচের হাতে সনদ তুলে দিল বাফুফে

স্পোর্টস রিপোর্টার ॥ গত ২০১৯ সালের জুলাই মাসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এএফসির `এ’ কোচিং কনভেনশন’ এর আওতায় অন্তর্ভুক্ত হয়। এএফসি’ এ কোচিং কনভেনশন-এর আওতাভুক্তি হওয়ার পর ২০১৯ সালে বাফুফের অধীনে এ ও বি ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স অনুষ্ঠিত হয়। বাংলাদেশসহ এশিয়ার মোট ৬টি দেশের (ভারত, ভুটান, শ্রীলংকা, মালদ্বীপ ও মালয়েশিয়া) প্রশিক্ষনার্থীগণ উক্ত ডিপ্লোমা সার্টিফিকেট কোর্সে অংশগ্রহণ করে এবং এ ডিপ্লোমা সার্টিফিকেট কোর্সে ২৪ জন এবং বি ডিপ্লোমা সার্টিফিকেট কোর্সে ২৩ জন উত্তীর্ণ হয়। উক্ত কোর্সসমূহে ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করেন বাফুফের টেকনিক্যাল এ্যান্ড স্ট্রাটেজিক ডিরেক্টর পল স্মলি। সদনপত্র পেয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ সালাহউদ্দিন বলেন, `আমি বিকেএসপির সাবেক ফুটবল কোচ। আমি ঢাকা মোহামেডান এসসি লিমিটেডের পেশাদার লীগ দলের প্রথম প্রশিক্ষক এবং জুনিয়র দলের সহকারী কোচ ছিলাম। এছাড়াও আমি দু'বছর বাংলাদেশ ডিএইচএল দলের প্রধান কোচ ছিলাম। এখন আমি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দলের সাথে কাজ করছি। আমার এ লাইসেন্স পাওয়ার পরে ভাল লাগছে কারণ এটি আমার জ্ঞানকে বাড়িয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এই কোর্সগুলি আয়োজনের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এগুলো দেশের বাইরে করলে অনেক অর্থ ব্যয় করতে হতো হতো। এখন আমি এখানে বসে একজন বিশ্বমানের প্রশিক্ষক পল স্মলির অধীনে কোর্সটি সম্পন্ন করতে পেরেছি। পল স্মলি অন্যতম সেরা টেকনিক্যাল ডিরেক্টর। তার কারণে দেশের প্রমীলা ফুটবল এবং বাফুফে এড্যুকেশন কোর্সগুলি অনেক উন্নতি করে। আমি তার তত্ত্বাবধানে এই কোর্স করতে পেরে খুব আনন্দিত। আশা করি, এই কোর্সটি আমাকে দেশের ফুটবলকে উন্নত করতে অনেক সাহায্য করবে।Õ শনিবার মতিঝিলস্থ বাফুফে ভবনে উক্ত কোর্সসমূহে উত্তীর্ণ প্রশিক্ষনার্থীদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সহ-সভাপতি ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
×