ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাগেরহাটে শিক্ষিকার আত্মহত্যার ঘটনায় গ্রেফতার ১

প্রকাশিত: ১৭:৪৬, ২৫ জুলাই ২০২০

বাগেরহাটে শিক্ষিকার আত্মহত্যার ঘটনায় গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের চিতলমারীতে ভিটেমাটি লিখে দেওয়ার পরও সুদে লগ্নিকারীদের অত্যাচার-নির্যাতন সইতে না পেরে স্কুলশিক্ষিকা হাসিকনা বিশ্বাস(৩৮) আত্মহত্যার মর্মান্তিক ঘটনায় রেফাজুল খান নামে এক সুদেকারকারীকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার ভোরে খড়মখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রেফাজুল খান আড়–য়াবর্নী গ্রামের মোস্তাক খানের ছেলে ও চিতলমারী উপজেলার তালিকাভূক্ত অন্যতম সুদেকারবারি। চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক জানান, সুদিকারবারীদের নির্যাতনে আত্মহত্যা করেন শিক্ষিকা হাসিকনা বিশ্বাস। এ ঘটনায় তার স্বামী শিক্ষক যুগল কান্তি ডাকুয়া বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে অভিযুক্ত করে মামলা করেন। ওই মামলায় রেফাজুল খানকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের আটকে অভিযান চলছে। এদিকে নির্মম এ ঘটনায় চিতলমারীসহ বাগেরহাট জেলা ব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সুদ কারবারিদের অত্যাচারের বিরুদ্ধে সর্বত্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এরআগে সুদখোরদের অত্যাচারে কালশিরা গ্রামের ভাস্কর্য শিল্পী রামকৃষ্ণ মালাকার(৫৫), রুইয়ারকুল গ্রামের সনজিত ব্রক্ষ এবং সুরশাইল গ্রামের মাওলানা হারুন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। অসংখ্য পরিবার নি:স্ব হয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। শিবপুর মধ্যপাড়া গ্রামের দরিদ্র কৃষক গোপাল ম-ল সংবাদ সন্মেলন করেও রেহাই পাননি। ভাস্কর্য শিল্পী রামকৃষ্ণ মালাকারের আত্মহত্যার পর প্রতিবাদ উঠলে পুলিশ কয়েকজন সুদ কারবারিকে আটক করেছিল। তখন উল্টো পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে ক্ষুদ্রলগ্নীকারীরা (সুদকারবারিরা) আদালত বলেছে পুলিশ তাদের দলিলপত্র নিয়ে গেছে। ওই সময় আদালত বলেন, এটা দেখবে বা মামলা করবে বাংলাদেশ ব্যাংক। তখন পুলিশকে আদালত শোকজও করেন।
×