ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাবেক সিভিল সার্জনসহ নীলফামারীতে আরও ১১ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১৩:৫০, ২৫ জুলাই ২০২০

সাবেক সিভিল সার্জনসহ নীলফামারীতে আরও ১১ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীতে সাবেক সিভিল সার্জনসহ জেলায় নতুন করে ১১ জনের করোনা শনাক্ত । আজ শনিবার সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন সত্যতা নিশ্চিত করে জানান, নীলফামারী জেলার সাবেক সিভিল সার্জন ও শহরের প্রগতিপাড়ার বাসিন্দা ডাঃ আব্দুর রশিদ ও তার সহধর্মীনী করোনা পজিটিভ হয়েছেন। করোনা পজিটিভ অন্যান্যরা হলো নীলফামারী শহরের বাবু পাড়ার একই পরিবারের ৩ জন, সদর জেনারেল হাসপাতালের একজন চিকিৎসক, সংগলশী ইউনিয়নের বড় সংগলশী ডাঙ্গাপাড়া গ্রামে একজন নারী, টুপামারী ইউনিয়নের কিছামত দোগাছি গ্রামের এক নারী সহ দুইজন, ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের একজন ও ডিমলা উপজেলা সদরে একজন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় করোনায় মোট আক্রান্ত ৬১৬ জনের মধ্যে সদরে ২৮৫ জন, ডোমার উপজেলায় ৫৩ জন, ডিমলা উপজেলায় ৬৩ জন, জলঢাকা উপজেলায় ৯৩ জন, কিশোরীগঞ্জ উপজেলায় ৪০ জন ও সৈয়দপুর উপজেলায় ৮২ জন রয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫১৩ জন, চিকিৎসাধীন রয়েছেন ৯০ জন, মারা গেছেন ২ নারীসহ ৯ জন। মারা যাওয়া নয়জনের মধ্যে নীলফামারী সদরে এক নারীসহ তিনজন, জলঢাকা উপজেলায় এক নারীসহ দুজন, কিশোরীগঞ্জ উপজেলায় একজন ও সৈয়দপুর উপজেলায় তিনজন রয়েছেন।
×