ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সন্তানের পড়াশোনার জন্য গরু বিক্রি, পাশে দাঁড়ালেন সোনু

প্রকাশিত: ১৩:২৪, ২৫ জুলাই ২০২০

সন্তানের পড়াশোনার জন্য গরু বিক্রি, পাশে দাঁড়ালেন সোনু

অনলাইন ডেস্ক ॥ করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে নিজেকে যেন নতুন করে চিনিয়েছেন বলিউড তারকা সোনু সুদ। আটকেপড়া অভিবাসী, বন্যাদুর্গত মানুষ, করোনাযোদ্ধা ও অভাবী মানুষকে নিজের সাধ্যানুযায়ী সাহায্য করে উঠে এসেছেন পাদপ্রদীপের আলোয়। সম্প্রতি ভারতের এক দরিদ্র ব্যক্তি সন্তানদের অনলাইন ক্লাস চালিয়ে যেতে স্মার্টফোন কেনার জন্য নিজের গবাদিপশুটি বিক্রি করে দেন। আর এ খবর জেনে সোনু ওই ব্যক্তির সাহায্যে এগিয়ে এসেছেন স্বভাবসুলভ ভঙ্গিতে। ট্রিবিউন ইন্ডিয়ার বরাত দিয়ে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে জানা যায়, হিমাচল প্রদেশের দরিদ্র ব্যক্তি কুলদীপ কুমার সন্তানদের অনলাইন ক্লাস চালাতে স্মার্টফোন কেনার জন্য নিজের গরু বিক্রি করে দেন। আর এমন মর্মান্তিক খবর চোখ এড়ায়নি সোনুর। তিনি ওই পিতাকে সাহায্য করার ইচ্ছের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লিখেছেন, ‘আসুন, এ মানুষটিকে গরু ফিরিয়ে দিই। কেউ দয়া করে কি তাঁর বিস্তারিত পাঠাতে পারবেন?’ সোনুর এমন টুইট দেখে তাঁর প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা প্রকাশে কার্পণ্য করেননি নেটিজেনরা। এক ভক্ত লিখেছেন, ‘একজন অভিনেতা একা দরিদ্রদের জন্য এত কিছু করছেন, ভেবে দেখুন আমাদের তথাকথিত মিলিয়নেয়ার রাজনীতিকেরা কতটা করতে পারতেন... আমি সোনু সুদ স্যারকে আমার হৃদয়ের গভীর থেকে অভিবাদন জানাই। স্রষ্টা আপনাকে সুস্থ রাখুন, আর আপনার ভালো কাজের বিনিময়ে সম্পদ দিন... জয় হিন্দ স্যার।’ আরেক নেটিজেন লিখেছেন ‘আপনি দুর্দান্ত সোনুজি। আপনি যদি রাজনীতিক হতেন, তাহলে যেভাবে সব সময় সাহায্য করতে এগিয়ে আসেন, দেশটা কত সুন্দর হয়ে যেত।’ ট্রিবিউন ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় সিক্ত সোনু এরই মধ্যে কুলদীপের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করেছেন।
×