ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সবজির চড়া দাম

প্রকাশিত: ২১:৪১, ২৫ জুলাই ২০২০

সবজির চড়া দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে রাজধানী ঢাকায় শাক-সবজির সরবরাহ কমে গেছে। এ কারণে চড়া দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। তবে ইলিশ ও দেশীয় জাতের মাছের সরবরাহ বাড়ায় কমেছে দাম। চাল, ডাল, চিনি, আটা ও ভোজ্যতেলের দাম অপরিবর্তিত রয়েছে। বেড়েছে ডিম, ছোলা, আদা ও পেঁয়াজের দাম। কমেছে ব্রয়লার মুরগি, রসুন ও জিরার দাম। শুক্রবার রাজধানীর কাওরান বাজার, কাপ্তান বাজার, ফকিরাপুল বাজার, মুগদা বড়বাজার ও খিলগাঁও সিটি কর্পোরেশন বাজার ঘুরে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। সবজি ব্যবসায়ীরা বলছেন, দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে সবজি উৎপাদন ব্যাহত হচ্ছে। আর একটি প্রভাব পড়েছে রাজধানীর বাজারে।
×