ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

কবিগুরুর ঋতু বন্দনায় বর্ষার গান

প্রকাশিত: ২১:৩৬, ২৫ জুলাই ২০২০

কবিগুরুর ঋতু বন্দনায় বর্ষার গান

স্টাফ রিপোর্টার ॥ দুঃসময়ের মাঝেও হৃদয়ে বয়ে যায় প্রশান্তির পরশ। মহামারীর সঙ্গে বন্যাপ্লাবিত দুর্যোগময় জীবনে সুরের অবগাহনে স্বস্তি সন্ধানী এক আয়োজন। বিপর্যস্ত সময়ে মানসিক শক্তিকে চাঙ্গা রাখতে অন্তরে ছড়িয়ে যায় সুরের স্নিগ্ধতা। মন খারাপের সময়েও মনটা ভাল হয়ে ওঠে সঙ্গীতের আশ্রয়ে। আর সেই সঙ্গীতানুষ্ঠানের উপজীব্য হয়ে ওঠে কবিগুরু রবীন্দ্রনাথ রচিত ঋতুভিত্তিক গান। বিশ্বকবির গানের আলোয় বর্ষা বন্দনানির্ভর সঙ্গীতাসরটি অনুষ্ঠিত হলো শুক্রবার। শ্রাবণের সন্ধ্যায় ফেসবুক লাইভে সম্প্রচারিত অনুষ্ঠানটি উপভোগ করেছেন অনেকেই। ঘণ্টাব্যাপ্তির অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ। রবীন্দ্রসঙ্গীতে সজ্জিত আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীত্রয়। তারা হলেন কাঞ্চন মোস্তফা, জয়ন্ত আচার্য ও সর্ব্বানী চক্রবর্তী। কাঞ্চন মোস্তাফার পরিবেশনার মাধ্যমে সঙ্গীতানুষ্ঠানের সূচনা হয়। শুরুতেই কণ্ঠে তুলে নেন বাদল দিনে দিগন্ত বিস্তৃত মেঘমালার বারতা। গেয়ে শোনান- মন মোর মেঘের সঙ্গী/উড়ে চলে দিগ্দিগন্তের পানে/নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে/রিমঝিম রিমঝিম রিমঝিম ...। এরপর এই শিল্পী একে একে গেয়ে শোনান ‘আজ শ্রাবণের আমন্ত্রণে’, ‘শ্রাবণের পবনে আকুল’ ও ‘এসো গো জ্বেলে দিয়ে যাও’। বর্ষণমুখর দিনে প্রবল প্রেমানুভবের বারতায় পরিবেশনা শুরু করেন জয়ন্ত আচার্য। গেয়ে শোনান- আজি ঝড়ের রাতে তোমার অভিসার/পরানসখা বন্ধু হে আমার/আকাশ কাঁদে হতাশ-সম, নাই যে ঘুম নয়নে মম/দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারে বার ...। এছাড়াও কবিগুরুর বর্ষা বন্দনানির্ভর প্রকৃতি পর্যায়ের আরো তিনটি গান শোনান এই শিল্পী। সেগুলোর শিরোনাম ছিল ‘নীল অঞ্জন ঘন পুঞ্জ’, ‘কেন পান্থ এ চঞ্চলতা’ ও ‘আমার যে দিন ভেসে গেছে’। সব শেষ পরিবেশনা উপস্থাপন করেন সর্ব্বানী চক্রবর্তী। শুরুতেই গেয়ে শোনান- আজ শ্রাবণের পূর্ণিমাতে কী এনেছিস বল্্/হাসির কানায় কানায় ভরা নয়নের জল ...। এরপর শিল্পী একে একে গেয়ে শেনান ‘এসো নীপবনে ছায়াবীথি তলে’, ‘ওগো তুমি পঞ্চদশী’ ও ‘পথিক মেঘের দল জোটে ওই। সব মিলিয়ে বারোটি গানে সাজানো সঙ্গীন্ষ্ঠুানটির সঞ্চালনা করেন মাহমুদ সেলিম। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে কাজী নজরুল ইসলামের বর্ষার গানে সাজানো সঙ্গীতাসর। এ অনুষ্ঠানটিও সম্প্রচারিত হবে সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের ফেসবুক লাইভে।
×