ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওল্ডট্র্যাফোর্ডে ব্যাটিংয়ে ইংল্যান্ড

প্রকাশিত: ২১:০৮, ২৫ জুলাই ২০২০

ওল্ডট্র্যাফোর্ডে ব্যাটিংয়ে ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ওল্ডট্র্যাফোর্ডে সিরিজ নির্ধারণী টেস্টে টস জিতে স্বাগতিক ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন সফরকারী ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। দলীয় ৪৭ রানের মধ্যে ওপেনার ডমিনিক সিবলি (০) ও সেনাপতি জো রুটকে (১৭) হারিয়ে চাপে পড়ে ইংলিশরা। ২০ রান করে পেসার কেমার রোচের বলে বোল্ড হয়েছেন বেন স্টোকস। শুক্রবার প্রথমদিন চা-বিরতির আগে এ রিপোর্ট লেখার সময় প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৯৭। ৪৬ রানে ক্রিজে ছিলেন ররি বার্নস। সাউদাম্পনে করোনাকালে ক্রিকেট ফেরানোর প্রথম টেস্টে ৪ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল অতিথি ক্যারিবীয়রা। এই ওল্ডট্র্যাফোর্ডেই দ্বিতীয় টেস্টে ১১৩ রানের জয়ে ১-১এ সমতায় ফেরে ইংল্যান্ড। সিরিজ ফয়সালার গুরুত্বপূর্ণ দ্বৈরথে দীর্ঘদেহী স্পিনার রাহকিম কর্নওয়ালকে নিয়ে মাঠে নেমেছে উইন্ডিজ। আর দলছুট হয়ে অনেক আলোচানার জন্ম দেয়া কৃষ্ণাঙ্গ পেসার জোফরা আর্চার ফিরেছেন ইংলিশ একাদশে। টস হেরে ব্যাটিং পাওয়া ইংল্যান্ডের শুরুটা মোটেই ভাল ছিল না। রানের খাতা খোলার আগেই কেমার রোচের বলে লেগবিফোরের ফাঁদে পড়েন ডম সিবলি। জো বার্নস-রুট মিলে ভালই এগোচ্ছিলেন। কিন্তু ব্যক্তিগত ১৭ রানের মাথায় রোস্টন চেসের থ্রোয়ে রানআউটের শিকার হন রুট। করোনাকালে ক্রিকেটে প্রত্যাবর্তনে ছন্দ খুঁজে ফিরছেন থ্রি-লায়ন্স অধিনায়ক। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি। ওই ম্যাচে নেতৃত্ব দেন বেন স্টোকস। দ্বিতীয় টেস্টে স্কোয়াডে ফেরা রুট দুই ইনিংসে আউট হন ২৩ ও ২২ রান করে। তবে স্টোকসের দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচে বড় জয় তুলে নিয়েছিল ইংল্যান্ড। সিরিজ নির্ধারণী গুরুত্বপূর্ণ এই টেস্টে আর্চার ও জেমস এ্যান্ডারসনকে একাদশে ফেরানো হয়েছে। বাদ পড়েছেন দ্রুতগতির মার্ক উড। সাউদাম্পটনে প্রথম টেস্ট খেলে ওল্ডট্র্যাফোর্ডে যাত্রাপথে দলছুট হয়ে বেরিয়ে যাওয়া আর্চার ব্যাপক সমালোচনার মুখে পড়েন। তাকে আইসোলেশনে থাকার পর করোনা টেস্ট দিতে হয়। নিজের ভুল বুঝে অবশ্য দুঃখ প্রকাশ করেছেন আর্চার। আর এতকিছুর মাঝে তার পাশে দাঁড়িয়েছেন রুট। সিরিজে ব্যাট হাতে চরম ব্যর্থ জস বাটলার আউট হয়েছেন ৩৫, ৯, ৪০ ও ০ রানে। তবু অধিনায়কের সমর্থন পাচ্ছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। অন্যদিকে পেসার আলজেরি জোসেফকে বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরিয়েছে ১৪০ কেজি ওজনের অফস্পিনিং অলরাউন্ডার রাহকিম কর্নওয়ালকে। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলছেন ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই ক্রিকেটার। তবে ব্যর্থতার পরও স্কোয়াডে টিকে গেছেন টপ-অর্ডার ব্যাটসম্যান শাই হোপ। বাদ পড়েছেন পেসার আলজারি জোসেফ।
×