ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মহিলা ক্রিকেটারদের ফিটনেস ফিরে পাওয়ার লড়াই

প্রকাশিত: ২১:০৮, ২৫ জুলাই ২০২০

মহিলা ক্রিকেটারদের ফিটনেস ফিরে পাওয়ার লড়াই

মোঃ মামুন রশীদ ॥ বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণে মাঠের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্ক ছিল না ৪ মাস। তবে গত রবিবার থেকে মাঠে গিয়ে একক অনুশীলন শুরু করেছেন অনেক ক্রিকেটার। বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের ১১ জন দেশের ৪ ভেন্যুতে ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে নেমেছেন। তবে মহিলা ক্রিকেটাররাও বসে থাকতে নারাজ। আপাতত কোন খেলা না থাকলেও রুমানা আহমেদ, সালমা খাতুনরা নিজেদের ফিটনেস নিয়ে উদগ্রীব। সেটা ধরে রাখতে অনেকেই মাঠে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে অনুশীলন শুরু করে দিয়েছেন। মহিলা ওয়ানডে দলের অধিনায়ক রুমানা খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সোমবার থেকেই নেমে পড়েছেন অনুশীলনে। এতদিন বাসায় ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করে গেলেও এখন মাঠের অনুশীলন ফিটনেস ফিরে পেতে দারুণ সহায়ক হবে বলেই মনে করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট শুরুর পর দেশকে ভাল কিছু দিতে চান রুমানা। এ বছর মার্চের প্রথম সপ্তাহেই ব্যাট-বল থেকে দূরে বাংলাদেশের মহিলা ক্রিকেটাররা। অস্ট্রেলিয়াতে হওয়া মহিলা টি২০ বিশ্বকাপ খেলে ফেরার পর আর তাদের মাঠে নামা হয়নি। কিছুদিন ছুটির পরই অনুশীলন ক্যাম্প এবং ঘরোয়া আসরগুলোয় ব্যস্ত হয়ে পড়ার টানা সূচী ছিল। কিন্তু কিছুই হয়নি। এমনকি ওয়ানডে বিশ্বকাপ বাছাইও পিছিয়ে গেছে। সবিমিলিয়ে এখন আর কোন খেলাই নেই রুমানা-সালমাদের। বিশ্বকাপ ব্যর্থতার পর কোচ অঞ্জু জৈনের সঙ্গেও চুক্তি বাড়ায়নি বিসিবি, ফলে এই মুহূর্তে মহিলা ক্রিকেট দলের কোন কোচই নেই। যদিও বিসিবির মহিলা উইং জানিয়েছিল দ্রুতই কোচ নিয়োগের বিষয়টি চূড়ান্ত করবে। বাস্তবে তা ঘটেনি, কারণ মেয়েদের ক্রিকেট নিয়ে এই মুহূর্তে মাথাব্যথা নেই বিসিবির। দেশের সার্বিক ক্রিকেট কর্মকাণ্ড ৪ মাস থেমে থাকার পর সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের মাঠে ফেরানোর প্রক্রিয়ায় আছে তারা। সে কারণে স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত একক অনুশীলনও করছেন তারা গত রবিবার থেকে। সীমিত পরিসরের এই অনুশীলনে অবশ্য সব ক্রিকেটার আসেননি। কিন্তু দেশের ৪টি মূল আন্তর্জাতিক ভেন্যুতে ১১ ক্রিকেটার অনুশীলন করছেন। মুশফিকদের অনুশীলন শুরুর ১ দিন পরই মাঠে নেমেছেন রুমানাও। মূলত ফিটনেস ঠিক করাই তার লক্ষ্য। কবে ম্যাচ খেলার সুযোগ আসবে তা অজানা। বিসিবির তত্ত্বাবধানে ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করছেন সোমবার থেকে। টানা ৩ দিন অনুশীলন চালিয়ে ১ দিন বিশ্রাম নেন তিনি। নিজের অনুশীলন নিয়ে তিনি বলেন, ‘আমাদের সামনে কোন খেলা নেই। কবে ম্যাচ খেলতে পারব সেটাও জানি না। এমন পরিস্থিতিতে আমাদের মোটিভেশন ধরে রাখাটা কঠিন। তারপরও ব্যক্তিগতভাবে নিজেকে তৈরি রাখতে চেষ্টা করছি। পরিস্থিতি তো এমন থাকবে না, একটা সময় হয়তো সব ঠিক হয়ে যাবে। তখন যেন আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নিতে কষ্ট না হয়। দেশকে আরও অনেক কিছু দেবার আছে। এবার মাঠে ফিরলে নতুন কিছু করব। দেশকে ভাল কিছু এনে দেব।’ দীর্ঘ সময় পর মাঠে নামতে পেরেও বাড়তি একটা পুলক অনুভব করছেন তিনি। স্টেডিয়ামে রানিং করতে পেরে দারুণ খুশি তিনি। পাশাপাশি উইকেট তৈরির রোলিং মেশিন টেনে ফিটনেসের কাজও করেছেন। তিনি বলেন, ‘মাঠে ফিরে দারুণ স্বস্তিবোধ করছি। খুবই ভাল লাগছে। ঘরে থাকতে থাকতে দম বন্ধ হয়ে যাচ্ছিল। এখন অনুশীলনে যাওয়ার সুযোগ পেয়ে খুব ভাল লাগছে।’ তবে লম্বা বিরতির পর মাঠে নেমে একটুতেই হাঁপিয়ে উঠছেন রুমানা। যদিও এতদিন সাইক্লিং করেছেন, কিন্তু মাঠে রানিং করতে গিয়ে অনেক পরিশ্রান্ত বোধ করছেন। আশা করছেন নিয়মিত কিছুদিন অনুশীলন চালিয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। ফিটনেস ঠিক করেই স্কিল অনুশীলন শুরু করতে চান তিনি।
×