ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাশরাফী-সাকিবদের পঞ্চপাণ্ডব তকমায় ইমরুলের আপত্তি!

প্রকাশিত: ২০:৪৯, ২৪ জুলাই ২০২০

মাশরাফী-সাকিবদের পঞ্চপাণ্ডব তকমায় ইমরুলের আপত্তি!

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের ক্রিকেটের যারা খোঁজখবর রাখেন, পঞ্চপান্ডব শব্দটার সঙ্গে তারা সবাই বেশ পরিচিত। মাশরাফী, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ- এই পাঁচ ক্রিকেটারকে পঞ্চপান্ডব নামে আখ্যা দেন এদেশের ক্রিকেট সংশ্লিষ্ট থেকে শুরু করে গণমাধ্যমও। বাংলাদেশের ক্রিকেটে এদের অবদান সবার জানা। গেল একযুগে দেশের ক্রিকেটের মানচিত্র পাল্টে দিয়েছেন এরা। একসঙ্গে এদের নাম এলেই পঞ্চপান্ডব শব্দটাও উচ্চারিত হয় অনুমিতভাবেই। তবে এবার এই শব্দে বেশ আপত্তি জানালেন জাতীয় দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার ইমরুল কায়েস। নিজের কথার যুক্তিও দিয়েছেন তিনি। তার মতে, এভাবে কাউকে অভিহিত করা হলে অন্যদের অবদানকে খাটো করা হয়। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে ইমরুল কায়েস বলেন, 'পঞ্চপান্ডব' এগুলা টার্মে আমি বিশ্বাসী না। আপনি যদি ঘুরে ফিরে শুধু ৫ জন ক্রিকেটারের নাম বলেন, তবে অন্য সবার মন খারাপ হয়ে যেতে পারে। একজন জুনিয়র ক্রিকেটারেরও দলে অবদান থাকতে পারে। আমি মনে করি এই সব টার্ম পরিহার করা উচিত।
×