ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যমুনায় গরু বোঝাই ট্রলার ডুবি ॥ ৫০ গরু নিখোঁজ

প্রকাশিত: ২০:৪৩, ২৫ জুলাই ২০২০

যমুনায় গরু বোঝাই ট্রলার ডুবি ॥ ৫০ গরু নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ২৪ জুলাই ॥ যমুনা নদীতে কোরবানির গরু বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা ৫০টি অধিক গরুর মধ্যে চারটি গরু উদ্ধার করা সম্ভব হলেও বাকিগুলো নিখোঁজ রয়েছে। তবে ট্রলারে থাকা মানুষের কোন হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার সকাল ৯টার দিকে আরিচা-কাজীরহাট নৌ রুটের শিবালয়ের কানাইদিয়া চরের কাছে এ ঘটনা ঘটে। পাটুরিয়া ঘাটে নৌ পুলিশের ইনর্চাজ জানান, সকাল ৯টারদিকে নগরবাড়ী থেকে আরিচা গরু হাটে আসার পথে শিবালয়ের কানাইদিয়া চরের কাছে যমুনায় কোরাবানির গরু বোঝাই ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় ট্রলারে থাকা ব্যাপারী ও মালিকদের উদ্ধার করা হয়েছে। ট্রলারে থাকা গরুর মধ্যে চারটি গরু উদ্ধার করা সম্ভব হলেও বাকিগুলো নিখোঁজ রয়েছে। নদীতে প্রবল স্রোত ও পানি বেশি থাকায় উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করা হয়েছে।
×