ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সজীব কুমার বসু প্রাবন্ধিক বি.এ (সম্মান) ১ম শ্রেণি এম. এ ১ম শ্রেণি এম. ফিল গবেষক, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

বিসিএস কর্নার

প্রকাশিত: ১৯:৫৪, ২৫ জুলাই ২০২০

বিসিএস কর্নার

(পূর্ব প্রকাশের পর) ১১. সাধারণ পেন্সিলে নিচের কোনটি ব্যবহার করা হয়ে থাকে ক. সিলিকন খ. গ্রাফাইট গ. কাঠকয়লা ঘ. লিঙ্গনাইট ১২. কোন রাসায়নিক যৌগকে সাধারণত আমরা কাপড় কাচার সোডা হিসেবে চিনি ক. ক্যালসিয়াম কার্বোনেট খ. সোডিয়াম কার্বোনেট গ. সোডিয়াম বাইকার্বোনেট ঘ. সোডিয়াম হাইড্রোক্সাইড ১৩. নন স্টিকি বাসনপত্রের সঙ্গে কোনটি সংশ্লিষ্ট ক. পিভিসি খ. গ্রাফাইট গ. তামা ঘ. টেফলন ১৪. নিচের ধাতুগুলোর মধ্যে কোনটি সবচেয়ে হালকা ক. রূপা খ. এ্যালুমিনিয়াম গ. লিথিয়াম ঘ. তামা ১৫. কোন মৌলটিকে ‘কুইক সিলভার’ বলা হয় ক. সিলিকন খ. রূপা গ. পারদ ঘ. সোডিয়াম ১৬. ঘরের বাতাসে কোনটি থাকার জন্য পুরনো তৈলচিত্র কালো হয়ে যায় ক. হাইড্রোজেন সালফাইড খ. নাইট্রোজেন গ. লেড অক্সাইড ঘ. কার্বন মনোক্সাইড ১৭. কোন ধাতুর যৌগ মোটরগাড়ির নিঃসৃত ধোঁয়ার মধ্যে উপস্থিত থেকে আমাদের পরিবেশের ক্ষতি করে ক. দস্তা খ. সিসা গ. তামা ঘ. এ্যালুমিনিয়াম ১৮. কিছু গাছের পাতা গায়ে লাগলে চুনকায়, কারণ ঐ পাতায় আছে ক.আকলিক এ্যাসিড খ. ফর্মিক এ্যাসিড গ. সাইট্রিক এ্যাসিড ঘ. জিঙ্ক ক্লোরাইড ১৯. নিচের কোনটিকে আমরা ক্লোরোফর্ম নামে চিনি ক. ট্রাই ক্লোরো মিথেন খ. ট্রাই ক্লোরো ইথানল গ. ট্রাই ক্লোরো ইথেন ঘ. ক্যালসিয়াম হাইপোক্লোরাইট ২০. পিঁপড়ের হুলে থাকে- ক. সাইট্রিক এ্যাসিড খ. ফর্মিক এ্যাসিড গ. মিথানোয়িক এ্যাসিড ঘ. ফর্মালডিহাইড উত্তর ॥ ১১. খ ১২. খ ১৩. ঘ ১৪. গ ১৫. গ ১৬. ক ১৭. খ ১৮. ক ১৯. ক ২০ খ
×