ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উৎপল কান্তি বড়ুয়া

টাপুর টুপুর বৃষ্টি নূপুর

প্রকাশিত: ১৯:৪৭, ২৫ জুলাই ২০২০

টাপুর টুপুর বৃষ্টি নূপুর

কামরাঙা গাছ-পাতার ফাঁকে পেকেছে টসটসে গুড়ুম গুড়ুম মেঘের হুড়ুম ভাজছে কে গো বসে। বাদল দুপুর অমনি উপুর ডাকছে বুঝি বান ঝম ঝম ঝম না ফেলে দম গাইছে খুশির গান। সৃষ্টি ছাড়া বৃষ্টি ধারা পাগলপারা মন ভিজায় উঠোন বাড়ি জমির আল মেঠোপথ-বন ফুলের বোঁটায় ফোঁটায় ফোঁটায় ঝরে তালে তালে টাপুর টুপুর বৃষ্টি নূপুর নাচছে টিনের চালে। হালের বলদ ফিরছে ঘরে মাথাল মাথায় চাষি রিম ঝিমা ঝিম ভিজে অবুঝ সবুজ ঘাসের হাসি। চিকন বাঁশের মাচান বেয়ে বরবটি সিম দোলে ঝর ঝরো ঝর কাঁদছে অঝোর বসে সাঁঝের কোলে। সারাটা দিন সারাটা রাত একটানা একটানা টাপুর টুপুর বৃষ্টি নূপুর বাজতে তো নেই মানা।
×