ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেখ সালাহ্উদ্দীন

সেইদিন দূরে নয়

প্রকাশিত: ১৯:৪৭, ২৫ জুলাই ২০২০

সেইদিন দূরে নয়

সুন্দর নাম- নভেল করোনা আজব এ ভাইরাস চোখে দেখা যাবে এতটা বড় না অথচ আজ সে ত্রাস। তার ভয়ে আজ মানুষ বন্দী গৃহ নামে কারাগারে তার মনে আছে কী অভিসন্ধি কে-ই বা বুঝতে পারে? কত মানুষকে তিলে তিলে যে সে নির্দয়ভাবে মারছে ভোগাচ্ছে আরো বিভিন্ন দেশে শতগুণ বেশি তারচে’। মানুষে সে কভু বিভেদ করে না বিবেচনা অদ্ভুত শত অভিশাপে সে নিজে মরে না সাক্ষাৎ যমদূত। কখনও আমরা ছাড়িনি তো হাল বিপদ এসেছে যত অসীম সাহসে লড়েই আমরা করেছি তা প্রতিহত। এই যুদ্ধেও একদিন হবে জানি আমাদের জয় মিলবো আবার নানা উৎসবে সেইদিন দূরে নয়।
×