ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ছয় দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে

প্রকাশিত: ১৮:২০, ২৪ জুলাই ২০২০

ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ছয় দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ছয় দিন ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকবে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপ। হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, আগামী ১ আগস্ট মুসলমান সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। যথাযথভাবে উৎসবটি পালনের লক্ষে আগামী ৩০ জুলাই বৃহস্পতিবার থেকে ৪ আগস্ট মঙ্গলবার পর্যন্ত ছয় দিন বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়ে ভারতীয় রফতানিকারক, হিলি স্থলবন্দর, হিলি কাস্টমসসহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি জানানো হয়েছে। আগামী ৫ আগস্ট বুধবার থেকে বন্দর দিয়ে যথারীতি দুই দেশের মাঝে আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হবে বলেও জানানো হয়েছে। পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার অশিত শ্যানাল বলেন, ঈদ উপলক্ষে সরকার ঘোষিত ছুটির দিন ছাড়া বন্দরের সব কার্যক্রম খোলা থাকবে। এসময় ব্যবসায়ীরা ইচ্ছে করলে তাদের মালামাল খালাস করে নিতে পারবেন।
×