ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কলকাতায় লকডাউন না মানায় গ্রেফতার ২৮৯

প্রকাশিত: ১৩:১৮, ২৪ জুলাই ২০২০

কলকাতায় লকডাউন না মানায় গ্রেফতার ২৮৯

অনলাইন ডেস্ক ॥ করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে পশ্চিমবঙ্গে কড়া লকডাউন চলছে। এ কারণে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে রাস্তায় নেমেছে পুলিশ। জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া সম্পূর্ণ নিষেধ। নির্দেশ না মানলে গ্রেফতার-জরিমানা করছে পুলিশ। কলকাতায় লকডাউন না মানায় ২৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতাসহ হাওড়া, দুই চব্বিশ পরগনা, শিলিগুড়ি, মুর্শিদাবাদ, নদীয়া, হুগলিসহ রাজ্যের সব জেলাতেই পুলিশের কড়াকড়ি চলছে। এদিকে লকডাউন না মেনে রাস্তায় বের হওয়ায় কলকাতায় ১৯ জন গাড়ি চালককে জরিমানা করা হয়েছে। কেউ লকডাউন অমান্য করলে ১৮৮ ধারা ও ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনের বিশেষ ধারায় মামলা করার নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী লকডাউন না মেনে প্রয়োজন ছাড়াই বের হওয়ায় ২৮৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া মাস্ক না পরায় ৩৪৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। রাস্তায় থুতু ফেলায় ২৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, পশ্চিমবঙ্গে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সপ্তাহে দুই দিন সম্পূর্ণ লকডাউন থাকবে। আগামীকাল শনিবারও লকডাউন চলবে। আগামী সপ্তাহে বুধবার এবং আরও একটি দিন লকডাউন থাকবে। সর্বশেষ গত একদিনে পশ্চিমবঙ্গে ২ হাজার ২৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আর এতে মারা গেছে ৩৯ জন। গত একদিনে কলকাতায় করোনায় সংক্রমিত হয়েছে ৬৯২ জন। আর মারা গেছে ১৫ জন। এ পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে মোট ৪৯ হাজার ৩২১ জন আক্রান্ত হয়েছে। আর ১ হাজার ২২১ জন মারা গেছে।
×