ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুয়ারেজকে নিয়ে বোমা ফাটালেন জেরার্ড

প্রকাশিত: ২৩:৫০, ২৪ জুলাই ২০২০

সুয়ারেজকে নিয়ে বোমা ফাটালেন জেরার্ড

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বের অন্যতম সেরা প্রতিভাবান স্ট্রাইকারদের একজন লুইস সুয়ারেজ। আয়াক্স, লিভারপুল ঘুরে এখন স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনায় খেলছেন এই উরুগুইয়ান তারকা। তবে উদ্ভট সব কা-ের জন্য বরাবরই সমালোচিত লুইস সুয়ারেজ। তিন দফা কামড়কা-ের জন্য বিশ্বজুড়ে পেয়েছিলেন ভর্ৎসনা। উরুগুইয়ান স্ট্রাইকারের এমন আচরণে বিব্রত হয়েছে তার সাবেক ক্লাব আয়াক্স ও লিভারপুলও। সে কারণেই ২০১১ সালে সুয়ারেজকে লিভারপুলের কাছে বিক্রি করে দেয় আয়াক্স। পরবর্তীতে ২০১৪ সালে অলরেডরাও উরুগুইয়ান স্ট্রাইকারকে পাঠিয়ে দেয় বার্সিলোনায়। কিন্তু শুধু দংশনের কারণেই সুয়ারেজকে কাতালান জায়ান্টদের কাছে বিক্রি করেনি ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম সেরা ক্লাব লিভারপুল। তার বিরুদ্ধে আরও একটা গুরুতর অভিযোগ ছিল। অনুশীলনে কাউকে নাকি তোয়াক্কা করতেন না তিনি। এতদিন পর সুয়ারেজকে নিয়ে ঠিক এমনই বোমা ফাটালেন লিভারপুলের কিংবদন্তি স্টিভেন জেরার্ড। এ প্রসঙ্গে ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক বললেন, ‘আমরা যেসব স্ট্রাইকারের সঙ্গে চুক্তি করেছিলাম তারা সবাই জেমি ক্যারঘারকে সম্মান করত। কিন্তু স্কোয়াডে থাকা একজন (সুয়ারেজ) অনুশীলনে কাউকেই সম্মান দিত না। আমরা ভাবতাম অনুশীলনে যা হতো এটা তারজন্য স্বাভাবিক আচরণ নয়। পরে দেখি এটাই সত্যি। ইচ্ছে করেই ডিফেন্ডারদের ওপর ঝাঁপিয়ে পড়ত ও।’ একদশক আগে ২৯ মিলিয়ন ডলারের বিনিময়ে আয়াক্স থেকে এ্যানফিল্ডে আসেন লুইস সুয়ারেজ। লিভারপুল ছাড়ার আগে ১৩৩ ম্যাচে ৮২টি গোল করেছিলেন উরুগুইয়ান তারকা। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে সুয়ারেজ দুর্দান্ত একজন খেলোয়াড়। স্বাভাবিকভাবেই তার প্রতিভা নিয়ে কখনই সংশয় ছিল না জেরার্ডের। এ প্রসঙ্গে তিনি সরাসরি বলে দিয়েছেন যে, ‘ও লিভারপুলের সেরা খেলোয়াড় হতে চলেছে এটা বোঝার জন্য আমাদের খুব বেশিদিন অপেক্ষা করতে হয়নি। খেলোয়াড় হিসেবে ও দুর্দান্ত। কিন্তু ওর আচরণ মোটেই স্বাভাবিক ছিল না।’ বর্তমান সময়ের সেরা স্ট্রাইকার তো বটেই, উরুগুয়ের সর্বকালের সেরা স্ট্রাইকারের তকমাটাও তার গায়ে মাখানো। বার্সিলোনায় লিওনেল মেসির মতো বিশ্বসেরা ফুটবলারের কাঁধে কাঁধ মিলিয়ে খেলে যাচ্ছেন। সমানতালে গোলও করে যাচ্ছেন লুইস সুয়ারেজ। জাতীয় দলের হয়েও একইভাবে প্রতিপক্ষের রক্ষণে বিধ্বংসী এক স্ট্রাইকার। বলের জন্য ওতপেতে থাকেন। পেলেই ছোঁ-মেরে নিয়ে সেটাকে প্রতিপক্ষের জালে জড়িয়ে দিতে জুড়ি মেলা ভার তার। এমন এক স্ট্রাইকার ভক্তদের কাছে যতটা নন্দিত তারচেয়েও বেশি নিন্দিত তার বাজে কর্মকা-ের জন্য। চরম উগ্রতা থাকা সত্ত্বেও অসাধারণ গোল করার ক্ষমতা, ক্ষিপ্রতা এবং খেলার প্রতি নিবেদনÑÑ সবকিছু মিলিয়ে লুইস সুয়ারেজের ঠাঁই মিলেছে বার্সিলোনা শিবিরে। বলা হয়ে থাকে বিশ্বকাপটাই শুধু জেতা হয়নি সুয়ারেজের। এছাড়া তার শো-কেসে শোভা পাচ্ছে প্রায় সবধরনের শিরোপাই। সোনার চামুচ মুখে দিয়ে জন্ম নেয়ার মতো ফুটবল হাতে করে জন্ম নিয়েছিলেন যেন সুয়ারেজ। শিশুকাল থেকেই ফুটবলার। ১৪ বছর বয়সে স্থানীয় ক্লাব ন্যাসিওনেলের হয়ে শুরু দলটির যুব দলের হয়ে খেলা। ওই সময় থেকেই উগ্রতার বহিঃপ্রকাশ দেখা যায় সুয়ারেজের মধ্যে। গত দুই মৌসুমেও তার পারফর্মেন্স ছিল উজ্জ্বল। লা লিগাতে দাপটও দেখিয়েছে কাতালান ক্লাবটি। তবে চলতি মৌসুমটা ভাল কাটেনি বার্সিলোনার। তাদের হতাশায় ডুবিয়ে স্প্যানিশ লা লিগার শিরোপা উল্লাস করেছে রিয়াল মাদ্রিদ। অথচ করোনা বিরতির পরও দুই পয়েন্টে এগিয়ে থেকে লীগ শুরু করেছিল তারা। কিন্তু এর পরের সময়টা ভাল কাটেনি তাদের। এ প্রসঙ্গে লুইস সুয়ারেজ বলেন, ‘আমাদের নিজেদের দোষ দেখতে হবে। আমরাই এটা হাত থেকে ফসকে দিতে দিয়েছি। আমরা জানি এর দায়ভার আমাদের এবং আমরা কোন অজুহাত দিচ্ছি না। এখন বার্সিলোনার সম্মানের জন্য আমাদের চ্যাম্পিয়ন্স লীগে মনোযোগ দিতে হবে। এরজন্য আমরা লড়ে যাব।’
×