ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিরিজ-টুর্নামেন্ট স্থগিত হওয়ায় কষ্ট লাগছে তাসকিনের

প্রকাশিত: ২৩:৪৯, ২৪ জুলাই ২০২০

সিরিজ-টুর্নামেন্ট স্থগিত হওয়ায় কষ্ট লাগছে তাসকিনের

স্পোর্টস রিপোর্টার ॥ ব্যক্তিগত অনুশীলনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের সংখ্যা বেড়েই চলেছে। এবার পেসার তাসকিন আহমেদও অনুশীলনে যোগ দিয়েছেন। ঠিক করা সূচী অনুযায়ী বৃহস্পতিবার ‘হোম অব ক্রিকেটে’ অনুশীলন করেছেন তাসকিন। দুপুর ১১টা ৪০ মিনিট থেকে ১২ টা ২৫ মিনিট পর্যন্ত রানিং করেছেন তিনি। দীর্ঘ চার মাস পর ক্রিকেটাররা মাঠে অনুশীলন করতে পারছেন। তাতে খুশি তাসকিনও। তবে একের পর এক ম্যাচ, সিরিজ ও টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ায় কষ্ট পেয়েছেন তাসকিন। অনুশীলন শেষে এ নিয়ে তাসকিন বলেছেন, ‘আসলে যখন লকডাউন শুরু হয়েছে একটার পর একটা সিরিজ স্থগিত হয়েছে। আমাদের যে জাতীয় দলের গ্রুপ (হোয়াটস এ্যাপ) আছে, সেখানে একদিন দেখলাম শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ স্থগিত, পরে নিউজিল্যান্ড সিরিজ, এখন টি২০ বিশ্বকাপও ঠিক সময়ে হচ্ছে না। এই খবর যখন দেখি কষ্ট লাগে। এরমধ্যে থেকেই মানতে হবে আসলে সবার জন্যই তো একই নিয়ম। খারাপ লাগে, কিছু করারও নেই। মানিয়ে নিতে হবে।’ দীর্ঘদিন পর মাঠে ফেরা স্বস্তির হলেও সামনে ম্যাচ খেলার দিকেই তাসকিনের দৃষ্টি আছে। তিনি বলেন, ‘এতদিন পরে মিরপুর স্টেডিয়ামে ঢুকতে পেরে অনেক ভাল লাগছে। রানিং করেছি ভাল লাগছে, কিন্তু তারচেয়ে বেশি ভাল লাগছে স্টেডিয়ামে ঢুকতে পেরেছি, ড্রেসিংরুমে এতদিন পর ঢুকতে পেরেছি। মাঠে আসা আসলে অন্যরকম ভাল লাগা। বাসা থেকে এতদিন যতটুকু পেরেছি ট্রেনিং করেছি। কিন্তু মিরপুর স্টেডিয়ামে আসার সুযোগ হয়নি। আজ (বৃহস্পতিবার) যখন প্রায় পাঁচ মাস পরে স্টেডিয়ামে ঢুকতে পারলাম একটা স্বস্তি লাগছে।’ সঙ্গে যোগ করেন, ‘একজন খেলোয়াড় হিসেবে মাঝে মধ্যে অনেক অস্থির হয়ে যাচ্ছি, খেলতে পারছি না অনেকদিন ধরে। ঘরে থাকা মানে একঘেয়েমি সবকিছু। একই কাজ প্রতিদিন। আমার কাজই খেলাধুলা করা। খেলতেই পারছি না। অনেকের হয়তো জব শুরু হয়েছে, বিভিন্ন কাজ শুরু হয়েছে, কিন্তু খেলাটাই বন্ধ। নিঃসন্দেহে এটা একটু খারাপ লাগছে। দ্রুত যেন খেলা শুরু হয় সেটা কামনা করছি এবং দেশের পরিস্থিতি যেন ভাল হয়।’ যখন ম্যাচ খেলতে নামবেন তাসকিনরা তখন বলে থুথু বা লালা ব্যবহার করা যাবে না। সেই নিয়ম মানতে হবে। মেনেই বোলিং করতে হবে। একজন বোলার হিসেবে তাসকিন জানান, ‘দিন যত যাচ্ছে পেসারদের বিরুদ্ধেই সব নিয়ম যাচ্ছে কিন্তু। এখন শাইন করা কমে যাচ্ছে, কারণ থুথু লাগানো যাবে না। পুরানো বলে সুইংয়ের জন্য শাইনটা অনেক গুরুত্বপূর্ণ ইস্যু। যেহেতু নিয়মটা বন্ধ হচ্ছে নিশ্চয়ই সামনে বল উজ্জ্বল করার জন্য কোন একটি পদ্ধতি বের হবে।’ সঙ্গে আরও যোগ করেন, ‘নতুন নিয়ম হওয়ার পর আমাদের ক্রিকেট খেলা হয়নি। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দেখলাম, সবাই হাত মেলাচ্ছে ভিন্নভাবে, বল শাইন করছে ভিন্নভাবে। আশাকরি আমাদেরও যখন খেলা শুরু হবে কোন না কোন ভিন্ন উপায় বের হবে। এরমধ্যে থেকেই মানিয়ে নিতে হবে। একটু কঠিন পেসারদের জন্য, তারপরও মানিয়ে নেয়া শিখতে হবে।’ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পৌনে ১০টা পর্যন্ত পেসার শফিউল ইসলাম রানিং করেছেন। এরপর ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মোহাম্মদ মিঠুনও রানিং করেছেন। যখন মিঠুন একাডেমি মাঠে রানিং করেন তখন ইনডোরে মুশফিকুর রহিম এক ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেন। মুশফিকের ব্যাটিং শেষে ইনডোরে এক ঘণ্টা ব্যাটিং করেন মিঠুন। তখন আবার একাডেমিতে রানিং করেন মুশফিক। রানিং শেষে উইকেটকিপিং অনুশীলনও করেন মুশফিক। দেশের নির্ভরযোগ্য এ ব্যাটসম্যান যে শুধু অনুশীলন করেই নিজেকে ফিট রাখেন না, বরফ পানিতে গোসলও করেন তা বুঝিয়ে দিয়েছেন। নিজেকে সতেজ রাখতে বরফ পানিতে গোসল করেন মুশফিক। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে তা জানিয়েও দিয়েছেন। ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘কতটুকু পরিশ্রম করলেন সেটা ব্যাপার নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিকভাবে নিজেকে পুনরুদ্ধার করা।’ ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন শুরুর পর থেকে তালিকায় নাম না থাকা অনেককে দেখা গেছে। সেই ধারায় অন্যদের দেখে উৎসাহিত হয়ে বৃহস্পতিবার ব্যক্তিগত অনুশীলন পর্বে যোগ দেন তাসকিন। রিপোর্টিংয়ের পর স্বাস্থ্যবিধি মেনে রানিং দিয়ে শুরু করেন এই তারকা পেসার। অনুশীলন শেষে সিরিজ, টুর্নামেন্টগুলো স্থগিত হয়ে যাওয়ায় কষ্ট পেয়েছেন বলেও জানান।
×