ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিদেশীদেরও করোনার সনদ বাধ্যতামূলক

প্রকাশিত: ২৩:৩৯, ২৪ জুলাই ২০২০

বিদেশীদেরও করোনার সনদ বাধ্যতামূলক

স্টাফ রিপোর্টার ॥ এবার বিদেশীদেরও ঢাকা ছাড়তে চাইলে বাধ্যতামূলক করা হয়েছে করোনার নেগেটিভ সনদ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে। তাতে সুস্পষ্ট বলা হয়, বাংলাদেশে অবস্থানকারী বিদেশী নাগরিকদের বিমানবন্দর দিয়ে অন্য কোন দেশে যেতে করোনাভাইরাস (কোভিড-১৯) নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক। আগামী ২৬ জুলাই থেকে এই পরিপত্রটি কার্যকর হবে। পরিপত্রে বলা হয়, গত ২১ জুলাই এক আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী পরিপত্রটি জারি করা হয়েছে। তবে বিদেশীদের করোনা সার্টিফিকেট বাধ্যতামূলক থাকলেও কূটনীতিক, জাতিসংঘের সদস্য সংস্থা বা অঙ্গ-সংস্থা সদস্য, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা প্রধান এবং তাদের পরিবারের সদস্যরা এ আদেশের আওতামুক্ত থাকবেন।
×