ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাঁচ গান নিয়ে অনন্যা রুমা

প্রকাশিত: ২৩:২৬, ২৪ জুলাই ২০২০

পাঁচ গান নিয়ে অনন্যা রুমা

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সঙ্গীতশিল্পী, পরিচালক ও ইভেন্ট অর্গানাইজার হিসেবে পরিচিত মুখ অনন্যা রুমা পাঁচটি গান নিয়ে হাজির হচ্ছেন। প্রতিটি গানেই সুরকার ও গীতিকার হিসেবে কাজ করেছেন তিনি। একই সঙ্গে গানগুলোর মিউজিক ভিডিও নির্মাণও হচ্ছে বলে জানিয়েছেন অনন্যা রুমা। তিনি জানান, জাহিদ বাসার পংকজ ও তার সঙ্গীতায়োজনে একটি গানে কণ্ঠ দিয়েছেন খালিদ মুন্না। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গাওয়া গানটিতে কণ্ঠ দিয়েছেন অনন্যা রুমা নিজেই। গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন তারই করা। অন্যদিকে ক্লোজআপ ওয়ান শিল্পী সুজন আরিফ ও রাফাতকে সঙ্গে নিয়ে মাদক বিরোধী একটি গানও গেয়েছেন অনন্যা রুমা। পাশাপাশি তার গাওয়া দিওয়ানা গানের সিকুয়্যাল নিয়ে হাজির হচ্ছেন বলে জানান এই সঙ্গীতশিল্পী-নির্মাতা। এছাড়া ভারতীয় শিল্পী রেক্সডিসোজার সঙ্গেও একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। অনন্যা রুমা বলেন, প্রতিটি গানের কথা ও সুর করেছি আমি। এছাড়া আমার সহশিল্পীরা খুব পরিশ্রম করেছেন। দরদ দিয়ে কাজ করেছেন। প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। আশা করি, শ্রোতাদের কাছে গানগুলো খুব ভাল লাগবে। সরকারী চাকরি ছেড়ে ১৯৯৭ সাল থেকে মিডিয়ার সঙ্গে সম্পৃক্ততা অনন্যা রুমার।
×