ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের নিন্দা

আফগানিস্তানে বিমান হামলায় নিহত ৪৫

প্রকাশিত: ২৩:২১, ২৪ জুলাই ২০২০

আফগানিস্তানে বিমান হামলায় নিহত ৪৫

আফগানিস্তানের হেরাত প্রদেশে বিমান হামলায় বেসামরিক ও তালেবান সদস্যসহ ৪৫ জন নিহত হয়েছেন বলে দেশটির স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। নিহতদের মধ্যে অন্তত আট জন বেসামরিক বলে বুধবার জানিয়েছেন পূর্বাঞ্চলীয় প্রদেশটির আদ্রাসকান জেলার গর্বনর আলী আহমদ ফকির ইয়ার। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর আলজাজিরা অনলাইনের। আলী আহমদ ফকির ইয়ার বলেন, ‘খাম জিয়ারাত এলাকায় নিরাপত্তা বাহিনীগুলোর বিমান হামলায় এ পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন’। নিহত ৪৫ জনের মধ্যে আট জন বেসামরিক কিন্তু বাকি ৩৭ জনের সবাই তালেবান সদস্য কিনা, তা পরিষ্কার হয়নি। এক বিবৃতিতে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই এলাকায় আফগান বাহিনীগুলোর হামলায় বেসামরিক হতাহতের অভিযোগ তারা তদন্ত করে দেখছে। তদন্তের ফল জনসাধারণ ও গণমাধ্যমকে জানানো হবে বলে বিবৃতিতে বলা হয়েছে। আদ্রাসকানের পার্শ্ববর্তী গুজারা জেলার স্থানীয় কর্মকর্তা হাবিব আমিনি হামলার ঘটনা নিশ্চিত করেছেন এবং ৪৫ জন নিহত ও আরও অনেক আহত হয়েছে বলে জানিয়েছেন। আফগানিস্তানে অবস্থানরত মার্কিন বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, বুধবারের বিমান হামলায় তারা অংশ নেননি। এক বিবৃতিতে তালেবান মুখপাত্র ক্বারি মুহাম্মদ ইউসুফ আহমাদি জানিয়েছেন, হেরাতে দুটি বিমান হামলায় আট বেসামরিক নিহত ও ১২ জন আহত হয়েছেন। দুইবার বিমান হামলা হওয়ার কথা নিশ্চিত করেছেন স্থানীয় দুই সরকারী কর্মকর্তা।
×