ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ১৪৮ জন, মৃত্যু ১

প্রকাশিত: ২৩:০৭, ২৪ জুলাই ২০২০

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ১৪৮ জন, মৃত্যু ১

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে নমুনা পরীক্ষায় আরও ১৪৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন আরও ১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ২২৬। তবে আক্রান্তের হার আরও কমে এসেছে। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানা যায়, বুধবার চব্বিশঘণ্টায় চট্টগ্রাম জেলায় নমুনা পরীক্ষা হয়েছে ১০৭৮টি। এর মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৪৮ জন। আক্রান্তের হার ১৩ দশমিক ৭২। জেলায় মোট শনাক্ত ১৩ হাজার ৩৪৬, যার মধ্যে ৯ হাজার ২৯৫ জন মহানগর এলাকার এবং ৪ হাজার ৫১ জন বিভিন্ন উপজেলার। এদিন সুস্থ হয়েছেন ৬৩ জন। ফলে চট্টগ্রামে মোট সুস্থ হলো ১ হাজার ৭৪০ জনে। চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বি জানান, মোট ৭টি ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা হয়েছে। এর মধ্যে ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডি ল্যাবে ৩৭০ নমুনা পরীক্ষায় ২২, সিভাসু ল্যাবে ১৮৬ নমুনা পরীক্ষায় ৭, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ১৬১ নমুনা পরীক্ষায় ৩৯, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ল্যাবে ১৪১ নমুনা পরীক্ষায় ২৯, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৯টি নমুনা পরীক্ষায় ২ এবং বেসরকারী ইম্পেরিয়াল হসপিটালে ১১১ নমুনা পরীক্ষায় ২২ ও শেভরন ক্লিনিকেল ল্যাবরেটরিতে ১০০ নমুনা পরীক্ষায় ২৭টি পজিটিভ শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এদিন মোট আক্রান্ত শনাক্তের মধ্যে ১১৬ জন চট্টগ্রাম মহানগরীর এবং ৩২ জন বিভিন্ন উপজেলার। শহরের বাইরে রাউজান উপজেলায় ৯, হাটহাজারী উপজেলায় ৪, বোয়ালখালী ও রাঙ্গুনীয়া উপজেলায় ৩ জন করে, লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, মীরসরাই ও পটিয়ায় উপজেলায় ২ জন করে এবং ফটিকছড়ি, সীতাকু- ও সন্দ্বীপ উপজেলায় ১ জন করে করোনা রোগী শনাক্ত হয়েছে।
×