ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হুইপের উদ্যোগে পটিয়ায় অক্সিজেন সামগ্রী প্রদান

প্রকাশিত: ১৭:০২, ২৩ জুলাই ২০২০

হুইপের উদ্যোগে পটিয়ায় অক্সিজেন সামগ্রী প্রদান

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হুইপ সামশুল হক চৌধুরী এমপি’র ব্যক্তিগত অর্থে পটিয়া হাসপাতালে সেন্টাল অক্সিজেন সরবরাহসহ বিভিন্ন আধুনিক সরঞ্জা প্রদান করেন। আজ বৃহস্পতিবার সকালে পটিয়া একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে এ সরঞ্জাম প্রদান করেন। এসময় হাই-ফ্লো ন্যাসাল ক্যানুলা, অক্সিজেন কনসান্ট্রেটর, ৩০টি অক্সিজেন সিলিন্ডার, এন ৯৫ মাক্স ও সুরক্ষা সামগ্রী রয়েছে। যার আনুমানিক মূল্য ২৫ লক্ষ টাকা। এ উপলক্ষে হস্তান্তর অনুষ্ঠান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: জাবেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারহানা জাহান উপমা, পটিয়া পৌরসভা মেয়র ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা সহকারি কমিশনার ভূমি ইনামূল হাসান, উপজেলা আ’লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী, জেলা আ’লীগ নেতা বিজন চক্রবতী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, ওসি বোরহান উদ্দিন, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি’র জিএম আবু বক্কর ছিদ্দিক। হাসপাতালের আরএমও ডা: রাজীব বড়ুয়া, আ’লীগ নেতা আবদুল খালেক, আলমগীর আলম, এমএনএ নাছির, কাউন্সিলর গোফরান রানা, সরোয়ার হায়দার, মুজিবুর হক চৌধুরী নবাব। হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, করোনা মহামারীতে বিভিন্ন রোগীরা যাতে চট্টগ্রাম শহরে যেতে না হয় সেজন্য পটিয়া হাসপাতালে বিভিন্ন সেন্ট্রল অক্সিজেন সরবরাহসহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি দেয়া হয়েছে। যাতে করে পটিয়া হাসপাতালে রোগী সু-চিকিৎসা পায়। পর্যায়ক্রমে এ হাসপাতালকে আধুনিক হাসপাতালে রূপান্তর করা হবে এবং ডাক্তারদেরকে আন্তরিকতার সাথে রোগীদের চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দেন।
×