ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আক্কেলপুরে করোনায় রেল কর্মচারীর মৃত্যু

প্রকাশিত: ১৬:২৬, ২৩ জুলাই ২০২০

আক্কেলপুরে করোনায় রেল কর্মচারীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে ষ্টেশনের একজন কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। জানা যায় আক্কেলপুর রেলওয়ে ষ্টেশনের সিগন্যাল খালাসী নুর এ নিয়ামত আলী (৩৪) বেশি কিছুদিন থেকে জ্বরে আক্রান্ত হলে গত সোমাবার তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নমুনা পরীক্ষার পর মঙ্গলবার তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়। ওই রাতেই গ্রামের বাড়ির পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার শালগ্রামের অবসরপ্রাপ্ত ষ্টেশন মাষ্টার মৃত আব্দুল করিমের ছেলে। আক্কেলপুর রেলওয়ে ষ্টেশন মাষ্টার খাতিজা বেগম সাংবাদিকদের জানান করোনায় তার মৃত্যুতে পশ্চিম জোন রেলওয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আক্কেলপুর ষ্টেশনকে ক্লোজডাউন (বন্ধ) ঘোষণা করা হয়েছে। ওই ষ্টেশনের কর্মরত ১৪জন কর্মকর্তা-কর্মচারী সকলে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এনিয়ে করোনায় জয়পুরহাটে ৩জনের মৃত্যু হয়েছে।
×