ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

২০২১ সালের আগে ভ্যাকসিন নিয়ে আশা নেই

প্রকাশিত: ১১:১৭, ২৩ জুলাই ২০২০

২০২১ সালের আগে ভ্যাকসিন নিয়ে আশা নেই

অনলাইন ডেস্ক ॥ করোনার সংক্রমণের বিরুদ্ধে লড়তে গবেষণা চালিয়ে যাচ্ছেন গবেষকরা। এরই মধ্যে শুরু হয়েছে ভ্যাকসিন আনার প্রক্রিয়াও। তবে ২০২১ সালের আগে যে এই ভ্যাকসিন বাজারে আসার সম্ভাবনা নেই তা জানিয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থার জরুরি স্বাস্থ্য কর্মসূচির নির্বাহী পরিচালক মাইক রায়ান জানিয়েছেন, আগামী বছর শুরুর আগে যে এই ভ্যাকসিনের প্রথম প্রয়োগ করা যাবে, সে আশা নেই। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত হয়ে এক অনুষ্ঠানে তিনি একথা জানান বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হযেছে। মাইক রায়ান বলেন, যথাযথভাবে যেন ভ্যাকসিন বিতরণ করা যায় সে ব্যাপারে কাজ করছে স্বাস্থ্য সংস্থা। তবে ভাইরাসের বিস্তার ঠেকানোটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা বলেন, আমরা ভালো অগ্রগতি করছি। এরই মধ্যে কয়েকটি ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল সম্পন্ন হয়েছে, কোনোটিই ব্যর্থ হয়নি। বাস্তবতা হলো আগামী বছরের প্রথম দিকে এই ভ্যাকসিননের ব্যবহার শুরু হতে পারে। ধনী কিংবা দরিদ্রদের জন্য নয়, এই ভ্যাকসিন সবার জন্য।
×