ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রত্যাশা পূরণ হচ্ছে ডেল্লে ডোনের

প্রকাশিত: ২৩:৫৫, ২৩ জুলাই ২০২০

প্রত্যাশা পূরণ হচ্ছে ডেল্লে ডোনের

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমটাও স্বপ্নের মতো কেটেছিল আমেরিকার বাস্কেটবল তারকা ডেল্লে ডোনের। তার অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যেই চ্যাম্পিয়ন হয়েছিল ওয়াশিংটন মিস্টিকস। সেইসঙ্গে আমেরিকার জাতীয় নারী বাস্কেটবল এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন তিনি। কিন্তু প্রাক-মৌসুমেই কপাল পুড়ে ডেল্লে ডোনের। লাইম রোগে আক্রান্ত হন ৩০ বছরের এই বাস্কেটবল তারকা। যে কারণেই চলতি মৌসুমে তার খেলা নিয়ে তৈরি হয় সংশয়। অথচ মার্চ মাসেও তার পুনর্বাসন প্রক্রিয়া খুব ভাল ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলেই যেন ডেল্লে ডোনের শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ে। তাই তার খেলা নিয়ে সংশয় প্রকাশ করেন ওয়াশিংটন মিস্টিকসের কোচ মাইক থিবাউল্ট। তিনি বলেন, ‘এই মৌসুমে যে খেলবে সে বিষয়ে আমাদের কোন ধারণা নেই। তার সার্জনের সঙ্গে মিটিংয়ে বসবেন ডোন। আমরাও তার সঙ্গে নিয়মিতভাবেই যোগাযোগ করছি। মূলত, প্রতিদিনই আমাদের সব খেলোয়াড়ের উপর একটা দৈনিক প্রতিবেদন তৈরি করি। সেই হিসেবে তার প্রতিবেদন তৈরিও এর অংশ।’ সেসব প্রতিবেদনের ভিত্তিতেই চলতি মৌসুমে তার খেলা নিয়ে সংশয় প্রকাশ করা হয়। এরপর তার বেতন দিতেও অস্বীকার করে ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু মঙ্গলবার একটি সমঝোতায় পৌঁছেছে আমেরিকার বাস্কেটবল ক্লাব ওয়াশিংটন মিস্টিক্স। যেখানে বলা হয় চলতি মৌসুমে আর না খেললেও ডেল্লে ডোনকে বেতন দেয়া হবে। এ ব্যাপারে ক্লাবটির কোচ থিবাউল্ট বলেন, ‘সে আমাদের দলের অন্য সব খেলোয়াড়দের মতোই একজন। তার বেতন পরিশোধ করা হবে এবং পিঠের সার্জারির যে পুনর্বাসন প্রক্রিয়া চলছে সে ব্যাপারেও ক্লাব কর্তৃপক্ষ সার্বিক দেখাশুনা করছে।’ ডেল্লে ডোনের প্রতিনিধি এরিন কেনও ক্লাব কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘ক্লাব কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের প্রশংসা করেছেন ডেল্লে ডোন। সেইসঙ্গে ভাল একটা পন্থা খোঁজে বের করা হচ্ছে যাতে করে এই পরিস্থিতির সমাধান বের করা যায়।’ পরিস্থিতির উপর নির্ভর করছে বাংলাদেশ গেমসের ভবিষ্যত স্পোর্টস রিপোর্টার ॥ পরিস্থিতি স্বাভাবিক হলে নবেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হবে স্থগিত হওয়া বাংলাদেশ গেমস। অন্যথায় আগামী বছর অনুষ্ঠিত হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সঙ্গে। জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। গেমসে বডি কন্টাক্ট গেমসগুলোতে পরিবর্তন আসতে পারে বলেও জানান তিনি। বাংলাদেশে স্থপতি শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এ বছর মহা আয়োজনে বাংলাদেশ গেমস আয়োজনের প্রস্তুতি ছিল বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের। প্র্রধানমন্ত্রীর উদ্বোধন উপলক্ষে প্রস্তুতিও ছিল শেষ পর্যায়ে। কিন্তু প্রাণঘাতী করোনা ভাইরাস এসে বন্ধ করে দিয়েছে সব!
×