ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্যানিটাইজার ঢালতে গিয়ে চিকিৎসক দম্পতি দগ্ধ

প্রকাশিত: ২৩:২৯, ২৩ জুলাই ২০২০

স্যানিটাইজার ঢালতে গিয়ে চিকিৎসক দম্পতি দগ্ধ

স্টাফ রিপোর্টার ॥ হ্যান্ড স্যানিটাইজার ঢালতে গিয়ে আগুন লেগে এক চিকিৎসক দম্পতি দগ্ধ হয়েছেন। স্বামীকে লাইফসাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থা গুরুতর। স্ত্রীর অবস্থাও সঙ্কটাপূর্ণ। মঙ্গলবার রাত একটার দিকে ঢাকার হাতিরপুলের একটি বাসায় দুর্ঘটনাটি ঘটে। রাতেই তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জাতীয় শেখ হাসিনা বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধ চিকিৎসক দম্পতি হচ্ছেন, ডাঃ রাজিব ভট্টাচার্য (৩৬) ও তার স্ত্রী ডাঃ অনুসূয়া ভট্টাচার্য (৩২)। বুধবার শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক অধ্যাপক ডাঃ সামন্ত লাল সেন জানান, রাজিবের শরীরের ৮৭ শতাংশ ও তার স্ত্রীর ২০ শতাংশ দগ্ধ হয়েছে। রাজিবকে লাইফসাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থা সঙ্কটাপন্ন। স্ত্রীর অবস্থাও গুরুতর। ডাঃ সামন্ত লাল সেন দগ্ধ রাজিবের বন্ধু ডাঃ সুদীপ দের বরাত দিয়ে জানান, তারা হাতিরপুল ইস্টার্ন প্লাজার পেছনের একটি বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকেন। রাজিব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক আর স্ত্রী শ্যামলী সেন্ট্রাল মেডিক্যাল চক্ষু বিভাগের রেজিস্টার। তাদের একমাত্র মেয়ে রাজশ্রী ভট্টাচার্য (৫) কুমিল্লার দেবীদ্বারে তিন সপ্তাহ ধরে তার দাদা বাড়িতে আছে।
×