ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করোনা জালিয়াতি

সাহাবুদ্দীন হাসপাতালের তদন্তভার ডিবিতে

প্রকাশিত: ২৩:০৪, ২৩ জুলাই ২০২০

সাহাবুদ্দীন হাসপাতালের তদন্তভার ডিবিতে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী গুলশানের সাহাবুদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতি ও প্রতারণার ঘটনায় দায়ের করা র‌্যাবের মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে মামলার নথিপত্র ও গ্রেফতার তিন আসামি বুঝে পেয়েছে ডিবির তদন্ত টিম। বুধবার ডিবির উত্তর বিভাগের উপকমিশনার মশিউর রহমান বলেন, মামলার নথি ও আসামি আমরা বুঝে পেয়েছি। এখন মামলার এজাহারে যেসব অভিযোগের তথ্য সন্নিবেশিত হয়েছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গেছে, মঙ্গলবার রাতে গুলশান থানা পুলিশ থেকে এই মামলার তদন্তভার ডিবিতে দেয়া হয়। তদন্তভার পেয়েই ডিবির কর্মকর্তারা সাহাবুদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালের নানা অনিয়ম খতিয়ে দেখা শুরু করেছে। মামলার এজাহারসহ বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ শুরু কওে তারা। বুধবার ছিল রিমান্ডের প্রথম দিন। এদিন আদালতের নির্দেশনা মেনে চিকিৎসকদের সরবরাহ করা ওষুধ-পথ্যও সরবরাহ করা হয় আসামিদের। উল্লেখ্য, গত রবিবার করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত হাসপাতালটিতে অভিযান চালায়।
×