ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাউফলে গরুর ন্যায্য দাম পাচ্ছেনা বিক্রেতারা

প্রকাশিত: ২১:৫০, ২২ জুলাই ২০২০

বাউফলে গরুর ন্যায্য দাম পাচ্ছেনা বিক্রেতারা

নিজস্ব সংবাদদ, বাউফল ॥ বাউফলে কোরবানীর ঈদকে সামনে রেখে গরুর হাট জমে উঠেছে। তবে গরুর ন্যায্য দাম না পেয়ে হতাশ বিক্রেতারা। বাউফলে কালাইয়া, কালিশুরী, হাজিরহাটসহ কয়েকটি হাট পরিদর্শন করে দেখা গেছে। ব্যাপক গরুর আমাদানী হলেও ন্যায্য দাম পাচ্ছেননা বিক্রেতারা। দাশপাড়া গ্রামের আবদুল আলী ফকির জানান, তিনি এক আবাল গরু বিক্রির জন্য কালাইয়া হাটে নিয়ে যান। আড়াই মন মাংস হবে গরুটির। গরুটির দাম উঠেছে ৪০-৪২ হাজার টাকা। অথচ গত বছর এই ধরণের গরুর দাম ছিল ৬০-৬৫ হাজার টাকা। নাজিরপুর ইউনিয়নের সোবাহান হাওলাদার জানান, গত বছর তার একটি গরুর দাম ৪৫ হাজার টাকা ওঠায় বিক্রি করেননি। ওই গরুটি এবছর বিক্রির জন্য কালাইয়া হাটে নিয়ে যান। দাম উঠেছে ৪০ হাজার টাকা। তিনি গরু বিক্রি না করে বাড়ি নিয়ে এসেছেন। আলী আহম্মেদ নামের গরুর এক ফড়িয়া বলেন, ‘ এ বছর করোনা ভাইরাসের কারণে মানুষের পকেটে টাকা নেই। অনেকেই কর্মহীন হয়ে পরেছেন। ধারদেনা করে চলছেন। তাই কোরবানী দিচ্ছেনা। এ কারণে গরু বিক্রি কম হচ্ছে। তাই বিক্রেতারা দামও কম পাচ্ছেন। গরুর হাঁটগুলোতে লোকসমাগম হলেও বিক্রি কম হচ্ছে। তবে ৩-৪ দিনের মধ্যে গরুর হাট আরও জমে উঠবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেছেন। এদিকে উপজেলা বিভিন্ন এলাকায় গরুর হাট বসলেও করোভাইরাসের সংক্রমনরোধে কোন স্বাস্থ্য বিধি কিংবা সামাজিক দূরত্ব মানা হচ্ছে।
×