ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কারাগারে আসামির মৃত্যু

প্রকাশিত: ২১:৪৭, ২৩ জুলাই ২০২০

কারাগারে আসামির মৃত্যু

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ জেলা কারাগারের হাজতি হত্যা মামলার আসামি আবুল কাশেম কাসু (৫৭) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে মারা যান। মৃত আবুল কাশেম কাসু শাহজাদপুর উপজেলার ভেড়াখোলা পশ্চিমপাড়া গ্রামের মৃত খোকা ফকিরের ছেলে। সিরাজগঞ্জ জেলা কারাগারের সুপার আল মামুন জানান, আবুল কাশেম বুধবার ভোরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরে তিনি মারা যায়। অসচ্ছল পরিবারে ঈদ উপহার নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ২২ জুলাই ॥ হবিগঞ্জ সদর উপজেলা ৪ ইউনিয়নে করোনাভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন হয়ে যাওয়া ১ হাজার ৬০০ অস্বচ্ছল পরিবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ আবু জাহির বুধবার সকাল দুপুর পর্যন্ত উপজেলার রিচি, লোকড়া, গোপায়া ও তেঘরিয়া ইউনিয়নে এই উপহার বিতরণ করেন। এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ মোত্তালিব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, মিয়া মোঃ ইলিয়াছ, আক্তার হোসেন, আনু মিয়া, সকল ইউনিয়ন পরিষদের সদস্য, আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
×