ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রেমডেসিভির রফতানি শুরু বেক্সিমকো ফার্মার

প্রকাশিত: ২১:৩৭, ২৩ জুলাই ২০২০

রেমডেসিভির রফতানি শুরু বেক্সিমকো ফার্মার

অর্থনৈতিক রিপোর্টার ॥ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড জেনেরিক ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদন ও এ্যান্টি-ভাইরাল রেমডেসিভির (ব্র্যান্ডের নাম) ইনজেকশন রফতানি শুরু করেছে। আজারবাইজান, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন এবং ভেনিজুয়েলাসহ বেশ কয়েকটি দেশের হাসপাতালে ভর্তি কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে এই ইনজেকশন। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক গিলিয়াড সায়েন্সেস দ্বারা উৎপাদিত রেমডেসিভির একটি এ্যান্টিভাইরাল ড্রাগ যা সরাসরি ভাইরাল আরএনএ প্রতিরোধে কাজ করে এবং মার্কিন এফডিএ গুরুতর কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য এই ড্রাগটিকে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। গত ২১ মে ডিজিডিএ’র কাছ থেকে অনুমোদন পাওয়ার পর থেকে বেক্সিমকো ফার্মা বাংলাদেশে রেমিডেসিভি’র জেনেরিক তৈরি শুরু করে। ওষুধের জেনেরিক তৈরির প্রবর্তনকারী হিসেবে বিশে^ প্রথম রেমডেসিভির উৎপাদন করে বাংলাদেশ। সংস্থাটি বিনামূল্যে বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত কোভিড-১৯ চিকিৎসায় পরিচালিত হাসপাতালগুলিতে রেমডেসিভির সরবরাহ করে আসছে।
×