ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইনজামামুল হক

ডিজিটাল দেশের অর্জন

প্রকাশিত: ২১:৩৫, ২৩ জুলাই ২০২০

ডিজিটাল দেশের অর্জন

করোনার করাল গ্রাসে থমকে আছে পুরো বিশ্ব। অর্থনীতির চাকা থেকে শুরু করে স্থবিরতায় ডুবে আছে সবকিছু। এরই মাঝে আসছে কোরবানির ঈদ। তবে আসন্ন কোরবানির ঈদটা এবার যদি অভূতপূর্ব বলা হয় তাহলে ভুল হবে না। থাকছে না হাটে গিয়ে পশু কেনার ধুম। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ঘরে বসেই যাতে পশু কেনার ব্যাপারটা সেরে ফেলা যায় সে ব্যবস্থা থাকছে। তথ্যপ্রযুক্তির বদৌলতে তা অসম্ভব নয়। যদিও আমাদের সংস্কৃতিতে এমন কোন অধ্যায় নেই। তবু জনসমাগম এড়াতে এ পদক্ষেপকেই এখন সময়োপযোগী বলা যায়। বিগত বছরগুলোতে পার্শ্ববর্তী দেশ থেকে পশু আমদানি করার নজির থাকলেও এবার তা হচ্ছে না। তাই বলে উৎকণ্ঠিতও হতে হবে না কেননা আমাদের দেশেই রয়েছে পর্যাপ্ত কোরবানির পশু। রাজধানী ঢাকাসহ সারা বাংলাদেশেই থাকছে ডিজিটাল কোরবানির পশুর হাট। এ যেন এক অদ্ভুত কিন্তু আলো ঝলমলে বাস্তবতা। ডিজিটাল দেশের অর্জন। ইতোমধ্যে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে কোরবানির পশু বিক্রির অনলাইন প্লাটফর্ম ‘ডিজিটাল হাট’ (িি.িফরমরঃধষযধধঃ.হবঃ) চালু হয়েছে। করোনা সংক্রমণ মোকাবেলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, আইসিটি ডিভিশন ও অন্যান্য এ্যাসোসিয়েশন সম্মিলিতভাবে এই হাট বাস্তবায়ন করছে। ক্রেতারা চাইলে ডিজিটাল হাট থেকে ন্যায্য মূল্যে ক্রয়কৃত কোরবানির পশু ঢাকার পাঁচটি এলাকা থেকে মাংস প্রক্রিয়াজাতকরণ করে নিজ নিজ এলাকায় ডেলিভারি নিতে পারবে। ঢাকার বাইরেও থাকছে এমন ব্যবস্থা। তাই করোনা সংক্রমণ এড়িয়ে এবারের এই ডিজিটাল পশুর হাট ক্রেতাদের কাছে গ্রহণযোগ্য এবং এমন পরিস্থিতির প্রেক্ষিতে বিকল্প সমাধান হবে বলে আশা করছি। বেচারাম দেউড়ী, ঢাকা থেকে
×