ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অনলাইনে গরুর লাইন

প্রকাশিত: ২১:৩৩, ২৩ জুলাই ২০২০

অনলাইনে গরুর লাইন

কিছুদিন পরেই ঈদ উল আজহা। গিন্নির কথামতো যে ভাবেই হোক অবশ্যই গরু কিনতে হবে। তা নাহলে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় থেকেও ভয়াবহ ক্ষতির সমূহ সম্ভাবনা দেখা দিতে পারে। বিগত বছরগুলোতে হাটে গিয়ে দেখেশুনে গরু কিনে আনতে পারলেও এইবার করোনা মহামারির কারণে কিভাবে কিনবো কিছুই মাথায় আসছে না। অবশ্য গরু কেনা হবে দেশে। আত্মীয় কিনে দেবেন। মনে হয় এইবার গুগল ক্লাসরুম টাইপের কোন অ্যাপ অথবা যুম ব্যবহার হতে পারে এই গরু ক্রয় বিক্রয় কাজে। ফেইসবুক লাইভকেও এক্ষেত্রে এগিয়ে রাখা যায়। মাঝখানে উপস্থাপক এবং দুই পাশে দুই গরু এবং ক্রেতাদের মাঝে মাঝে লাইভে আমন্ত্রণ। হাম্বা হাম্বা ডট কম নামে গরু ক্রয় বিক্রয়ের ওয়েব সাইট খুললেও মন্দ হতো না। বিশিষ্ট গরু ব্যবসায়ী আক্কাস মিয়া কে সেদিন ভিডিও কলে জিজ্ঞেস করলাম, এইবার কিভাবে গরু বিক্রয় করবা? সে অত্যন্ত লাজুক ভংগিতে তাঁর পান খাওয়া লাল দাঁতগুলো বের করে হাসি দিয়ে বলে ভাইজান সামনের শুক্রবার বাদ জুমা ফেইসবুক লাইভে আইসেন। আমি বিস্মিত হয়ে বললাম তুমি ফেইসবুকে কিভাবে লাইভ করবা! ভাইজান যে কি বলেন, আমি করবো কেন উপস্থাপিকার সাথে কন্ট্রাক্ট করছি। গরু বিক্রির উপর তাঁর কমিশন ১০%। উপস্থাপিকা একসময়ের রূপালি চিত্রজগতের জনপ্রিয় ড্যাশিং নায়িকা । বর্তমানে পারিবারিক কারণে অবসরে আছেন। কেন ভাইজান আপনি উড়ু উড়ু মন ছবিটা দেখেন নাই? আমি শুধু হুম বলে মাথা দোলালাম। আক্কাস চিৎকার করে বলে উঠে আমার ফেইসবুক পেইজে একটা লাইক দিতে ভুইলেন না কিন্তু ভাইজান। যতদূর মনে পড়ে গরুর রচনায় গরুর নামকরণ নিয়ে কোথাও উল্লেখ নেই। মহেশের মতো নাম রাখেন অনেকেই। যুগের সাথে তালমিলিয়ে বিচিত্র সব নামকরণ। কখনো সুলতান, টাইটানিক, বিগবস, রোজো, কালা তুফান, রাজা, ক্যাপ্টেন, শাহেনশাহ, লালুকালু, টাইগার আবার কখনো খেলোয়াড়ের নামে এই যেমন বোল্ট, সোয়ার্জনেগার, দ্য রক। তবে এক্ষেত্রে ফুটবল তারকারা এগিয়ে থাকলেও ক্রিকেট তারকারা এখনো পিছিয়ে আছে। কোহলি, ক্রিস গেইল, স্পিড স্টার শোয়েব আক্তার, মুরালিধরন এবং অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ড এর তারকা ক্রিকেটাররা এই তালিকা থেকে বাদ পড়াটা সত্যিকার অর্থেই আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের দেশে রাতারাতি সেলিব্রেটি হওয়ার যে কয়টা পথ রয়েছে তার মধ্য অন্যতম হচ্ছে বাজারের সবচেয়ে বড় এবং দামী গরু ক্রয় করে তার সাথে সেল্ফি তুলে ফেইসবুকে পোস্ট করা। মুহূর্তেই ভাইরাল। একপাশে গরু অন্যপাশে গুরু। গরু এবং গুরু উভয়েই দাঁত কেলিয়ে হাসছে আর পরদিন পত্রিকায় বড় বড় অক্ষরে ছাপা হয়েছে মেসিকে চড়ামূল্য দিয়ে ক্রয় করলেন আক্কাস। এই ধরনের সেলিব্রেটি হওয়ার ইচ্ছা আমার মনে মনে থাকলেও সাধ এবং সাধ্য কখনো মিলাতে পারিনি। বড়ই আফসোস! আচ্ছা এই বছর গরুর নামকরণ কি হবে? তবে এবছর ভাইরাসের নামে নামকরণ হতে পারে। সবচেয়ে মোটাতাজা গরুর নাম হবে করোনা কিংবা ডেঙ্গু। তবে এইবার গরুর সাথে এন নাইন্টি ফাইভ মাস্ক, পিপিই এবং হ্যান্ড স্যানিটাইজার ফ্রি থাকার সমূহ সম্ভাবনা রয়েছে। নাহ অনলাইনে গরুর লাইন দেখে আজকেই ল্যাপটপ নিয়ে বসতে হবে। জেদ্দা, সৌদি আরব থেকে
×