ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন সংস্করণে খেলা ভুল ছিল ॥ আমির

প্রকাশিত: ১৯:০৫, ২২ জুলাই ২০২০

তিন সংস্করণে খেলা ভুল ছিল ॥ আমির

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানি তারকা পেসার মোহাম্মদ আমির। নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৬ সালে ক্রিকেটে ফেরেন তিনি। তিন ফরম্যাটেই নিয়মিত খেলেন। তবে গত বছর হঠাৎ টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। মূলত সীমিত ওভারে মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত নেন পাকিস্তান তারকা। এবার জানালেন, তিন ফরম্যাটে খেলে ভুল করেছেন তিনি। পাকিস্তানের সাবেক ক্রিকেটার আতিক-উজ-জামানের সঙ্গে ইউটিউব আলাপচারিতায় আমির বলেন, জাতীয় দলে প্রত্যাবর্তনের পর তিন সংস্করণে খেলা বড় ভুল ছিল। তরুণ ক্রিকেটারদের একই ভুল না করার পরামর্শ দেব। প্রত্যেকেরই উচিত প্রথমে একটি-দুটি সংস্করণে খেলে নিজেদের সীমা পরীক্ষা করা। যদি তাদের মনে হয় তারা পারবে, তবেই কেবল তাদের তিন সংস্করণে খেলা উচিত। এ ক্ষেত্রে পেসারদের বেশি সতর্ক থাকা উচিত বলে মনে করেন আমির। কারণ, ফাস্ট বোলারদের চোটের পড়ার আশঙ্কা বেশি থাকে। আমির বলেন, এ ক্ষেত্রে পেসারদের আরো সতর্ক হতে হবে। তিন সংস্করণে ফেরার ভুল সিদ্ধান্ত নেওয়ার দুই বছর পর আমার সমস্যা হয়েছিল। ২০১৮ সালে আমি চোটে পড়ি। এ কারণে আমি নিজেকে সাদা বলের ক্রিকেটে সীমাবদ্ধ করে রেখেছি। আশা করি, আমার ক্যারিয়ার পাঁচ থেকে ছয় বছর দীর্ঘায়িত করতে পারব।
×