ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স লিগ পর্যন্ত বার্সার ডাগআউটে সেতিয়েন

প্রকাশিত: ১৪:১৬, ২২ জুলাই ২০২০

চ্যাম্পিয়ন্স লিগ পর্যন্ত বার্সার ডাগআউটে সেতিয়েন

অনলাইন ডেস্ক ॥ কিকে সেতিয়েন কিছুদিন অন্তত শান্তিতে থাকতে পারবেন। লা লিগার শেষ ম্যাচে আলাভেসকে উড়িয়ে দেয়ার পর চ্যাম্পিয়ন্স লিগ পর্যন্ত ডাগআউটে মেয়াদ বেড়েছে বার্সেলোনা কোচের। বার্সেলোনাতে পরের মৌসুমে সেতিয়েনকে দেখা যাবে কিনা সেটা এখন নির্ভর করছে চ্যাম্পিয়ন্স লিগের ফলাফলের উপর। বাজে এক লা লিগা মৌসুম শেষের পর চ্যাম্পিয়ন্স লিগই শিরোপা জেতার একমাত্র সুযোগ বার্সার জন্য। নয়ত কাটাতে হবে ট্রফিহীন মৌসুম। রিয়াল মাদ্রিদের কাছে লা লিগা শিরোপা হারানোর পর সমর্থকদের মন থেকেও জায়গা হারিয়েছেন সেতিয়েন। কিছু সমর্থক সেতিয়েনকে বরখাস্ত করার জন্য লিখিত আবেদনও করেছে। এসব দুশ্চিন্তা মাথায় নিয়ে দলকে প্রস্তুত করার জন্য তিন সপ্তাহ সময় পাচ্ছেন সেতিয়েন। ৮ আগস্ট দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় লেগ খেলতে ন্যু ক্যাম্পে আসবে নাপোলি। সবশেষ ২০০৭-০৮ মৌসুমে কোনো শিরোপা ছাড়া শেষ করেছিল বার্সা। তার খেসারত হিসেবে ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পরেও চাকরি হারান ফ্রাঙ্ক রাইকার্ড। ১২ বছর পর আবারও তেমন একটি হতাশার সামনে কাতালান ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলে যে চাকরি যাওয়া কেউ ঠেকাতে পারবে না, সেই দুশ্চিন্তা মাথায় রেখেই আপাতত দলকে গোছাতে হবে সেতিয়েনকে।
×